
১০ সেপ্টেম্বর (রবিবার) বিকাল ৩টায় সিলেট নগরীর শায়খুল ইসলাম জামেয়ার হলরুমে যুব জমিয়ত বাংলাদেশ সিলেট জেলা উত্তর এর সংবর্ধনা ও মতবিনিময় সভার প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় জমিয়তের সহ-সভাপতি খতিবে বাঙ্গাল জুনায়েদ আল হাবিব উপরোক্ত কথাগুলো বলেন।
তিনি আরও বলেন যে, নিষ্ঠার সাথে দেশ ও জনগণের জাতীয় স্বার্থে রাজনীতি করতে হবে। নিঃস্বার্থভাবে রাজনীতি করলে একসময় জাতীয় নেতৃত্বে একক লিডারশীপ অর্জন করতে পারবেন। যেভাবে স্বাধীনতার পরবর্তীতে সর্বোচ্চ লিডারশীপে পৌঁছেছিলেন ফজলুল হক আমিনি রহ. ও আল্লামা নূর হোসাইন কাসেমী রহ.। এই দুই ব্যক্তি সরকারি-বেসরকারি কিংবা ক্ষমতাসীন বা বিরোধী দলীয় কাউকেই অনিয়মের জবাবে কাঠগড়ায় তুলতে ব্যার্থ হননি, চ্যালেঞ্জের মুখোমুখি করতে বাধ্য করেছেন। এমন ব্যক্তিত্ব গড়ে উঠতে পারে নিষ্ঠার সাথে রাজনীতি করলে। এমন লিডারশীপ তৈরী হতে পারে খুলুসিয়ত থাকলে।
সিলেট জেলা উত্তর যুব জমিয়ত সভাপতি মাওলানা শাব্বির আহমদ এর সভাপতিত্বে ও সাহিত্য সম্পাদক আব্দুল্লাহ সালমানের পরিচালনায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় জমিয়তের সহ-সভাপতি ও সাবেক এমপি এডভোকেট শাহীনূর পাশা চৌধুরী, সিলেট জেলা উত্তর জমিয়তের সভাপতি শায়খুল হাদীস আতাউর রহমান কোম্পানিগঞ্জী, সাংগঠনিক সম্পাদক গোলাম আম্বিয়া কয়েছ (ভাইস চেয়ারম্যান, গোয়াইনঘাট), ফেদায়ে জমিয়ত সৈয়দ সালিম কাসেমী।
উপস্থিত ছিলেন সিলেট উত্তর জেলা জমিয়ত এর প্রচার সম্পাদক কামরুল ইসলাম সিদ্দিকী, যুব জমিয়ত এর কৃষি সম্পাদক হাফিজ ওলিউর রহমান, শামিম আহমদ, ছাত্র জমিয়ত কর্মী আবু তালহা তোফায়েল ও আব্দুল্লাহ মাহফুজ প্রমুখ।