যাবতীয় অনাচারের বিরুদ্ধে যুব সমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে: মঞ্জুরুল ইসলাম আফেন্দি
1 min read
বর্তমান রাষ্ট্র ও সমাজের রন্ধ্রে রন্ধ্রে অন্যায় অনাচার ও পাপাচারে ভরপুর। প্রতিটি সমস্যা ও পাপাচার-অনাচারের বিরুদ্ধে যুব সমাজের আদর্শিক কাফেলা অগ্রণী ভূমিকা পালন করতে হবে। প্রতিটি পথহারা যুবক’কে সঠিক পথের দিশা তোমরাই ফিরিয়ে দিতে হবে।
আজ (৩০ মার্চ) বৃহস্পতিবার বিকাল ৫টায় পুরানা পল্টনস্থ ভোজন রেস্টুরেন্টে যুব জমিয়ত বাংলাদেশ এর উদ্যোগে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিলের প্রধান অতিথি জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ এর মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী উপরোক্ত কথা বলেন। তিনি বলেন যাবতীয় অনাচারের বিরুদ্ধে যুব সমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। পাশাপাশি তিনি অনতিবিলম্বে কারাবন্দী সকল আলেমের মুক্তি দাবি করেন।
যুব জমিয়তের কেন্দ্রীয় সভাপতি মাওলানা তাফহিমুল হকের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক মাওলানা চৌধুরী নাসির আহমদের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভা ও ইফতার মাহফিলে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ এর যুগ্ম মহাসচিব মাওলানা তাফাজ্জুল হক আজিজ, যুব বিষয়ক সম্পাদক ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক মাওলানা বশিরুল হাসান খাদিমানী, প্রচার সম্পাদক মাওলানা জয়নাল আবেদীন, দফতর সম্পাদক মাওলানা আব্দুল গফফার ছয়ঘরী, নির্বাহী সদস্য মুফতী গোলাম মাওলা, যুব জমিয়তের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মুফতি ইসহাক কামাল, যুব জমিয়তের সাবেক সহ-সভাপতি মাওলানা আল-আমীন কাসেমী, সাবেক সহ সাংগঠনিক সম্পাদক মাওলানা রুহুল আমিন নগরী, ছাত্র জমিয়ত বাংলাদেশ এর সাবেক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মাওলানা হুজাইফা ইবনে ওমর প্রমুখ।
এছাড়াও বন্ধু প্রতিম বিভিন্ন যুব সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, জমিয়ত, যুব ও ছাত্র জমিয়তের কেন্দ্রীয় ও ঢাকা মহানগরের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে ইফতারপূর্ব দোয়া মাহফিলে দেশ, জাতী কল্যানে ও কারাবন্দী উলামায়ে কেরামের মুক্তি কামনা এবং যুব জমিয়ত বাংলাদেশ এর সেক্রেটারি মুফতি ইসহাক কামালের মরহুম পিতার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করেন জমিয়ত মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী।