আবারও নেত্রকোণা জেলা পরিষদ সদস্য হলেন বজলুর রশিদ
1 min readমোঃ খোকন, নেত্রকোণা প্রতিনিধি :: আজ ১৭/১০/২০২২ তারিখ নেত্রকোণা জেলায় সম্পন্ন হলো জেলা পরিষদ নির্বাচন- ২০২২ এর ভোটগ্রহণ কার্যক্রম।
সার্বিক পরিস্থিতি বিবেচনা, ভোটারদের উপস্থিতি ও প্রশাসনের তথ্যমতে শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
আজকের এই নির্বাচনে নেত্রকোণা সদর উপজেলায় সদস্য প্রার্থী ছিলেন ৪জন।মোট ভোটার সংখ্যা ১৭১।উক্ত ভোটের মধ্যে সাবেক সদস্য( নেত্রকোণা জেলা পরিষদ) সৈয়দ নজলুর রশিদ ৮৮টি ভোট পেয়ে নির্বাচিত হলেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী পেলেন ৭৪ ভোট।
আজ সকাল থেকে জেলার বিভিন্ন উপজেলায় ভোটগ্রহণ কার্যক্রম পরিদর্শন করেন জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা অঞ্জনা খান মজলিশ।
এ সময় পুলিশ সুপার মোঃ ফয়েজ আহমেদ, বিজিবি অধিনায়ক লেঃ কর্ণেল এএসএম জাকারিয়া, জেলা নির্বাচন অফিসার মোঃ আব্দুল লতিফ শেখসহ সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।