প্রাণবন্ত একটি অনুষ্ঠান সমাপ্ত
1 min read
সীমান্ত ডেস্ক :: গতকাল ১ সেপ্টেম্বর বৃহস্পতিবার মারকাযুল হিদায়া সিলেট-এর ছাত্র সংগঠন আল-হিদায়া ছাত্র কাফেলার ত্রৈমাসিক ইলমী প্রতিযোগিতা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সাপ্তাহিক ও মাসিক প্রতিযোগিতায় বাছাইকৃত প্রতিযোগীদের নিয়ে আয়োজিত এ অনুষ্ঠানে প্রতিযোগিতার বিষয় ছিল, হিফজুল কুরআন, কিরাআত, হিফজুল হাদীস, আরবী ও বাংলা বক্তৃতা, বিষয়ভিত্তিক আরবী কথোপকথন, খত্তে রুকা প্রদর্শনী, মধুর কণ্ঠে দ্বীনী দাওয়াহ ও হামদ-নাত প্রতিযোগিতা।
এতে মারকাযের মুহতারাম পরিচালক মুফতি নূরুযযামান সাঈদ হাফিযাহুল্লাহুর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জামেয়া দরগাহ’র নাযিমে তা’লীমাত মুফতি আতাউল হক জালালাবাদী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামেয়াতুল খাইর আল-ইসলামিয়ার শায়খুল হাদীস শায়খ বদরুদ্দীন বিন ইসহাক, জামেয়া শামীমাবাদের পরিচালক মাওলানা শামীম আহমদ, জামেয়া ফরিদাবাদের পরিচালক হাফিজ মাওলানা ফখরুযযামান, জামেয়াতুল উলূম আশশারইয়্যাহর পরিচালক মুফতি আবু মুহাম্মাদ ইয়াহইয়া, জামেয়া রেঙ্গার মুহাদ্দিস মাওলানা জহিরুল ইসলাম জাফলঙ্গী প্রমূখ। আখেরী নসীহত পেশ করেন মাওলানা শাহ মুহাম্মাদ নজরুল ইসলাম।