আমার দ্বারা যদি দ্বীন ও জনগণের ফায়দা হয় তাহলে আল্লাহ যেন আমাকে নির্বাচিত করেন -শাহাব উদ্দিন শিহাব
1 min read
নিজস্ব প্রতিবেদক :: আপনারা আমাকে বিশ্বাস করেছিলেন বলেই আমাকে গত নির্বাচনে চেয়ারম্যান পদে নির্বাচিত করেছিলেন। আমি আমার জায়গা থেকে যতটুকু পেরেছি চেষ্টা করেছি ইউনিয়নবাসীর ফায়দা করতে। চেষ্টা করেছি উলামায়ে কেরামের পরামর্শে দ্বীনের খেদমত করতে। আমি খুব একটা যে করতে পেরেছি তা বলছি না, তবে আপনাদের দুআ ও সহযোগিতা এবং আল্লাহর রহমতে কিছু করার চেষ্টা করেছি। ৫ বছর পর আবারও ইউনিয়ন পরিষদ নির্বাচন আপনাদের সামনে। আল্লাহর কাছে দুআ করি, যদি আমার দ্বারা ইসলাম ও জনগণের ফায়দা হয় তাহলে যেন আল্লাহ আমাকে এ খেদমতের জন্যে কবুল করেন।
গত ৩ নভেম্বর বুধবার সকাল ১১ টায় হাদারপার মাদরাসায় ইসলামী সমাজকল্যাণ পরিষদ রুস্তমপুর ইউনিয়নের বার্ষিক সাধারণ সভায় এক বক্তব্যে এসব কথা বলেন ১নং রুস্তমপুর ইউ/পির বর্তমান চেয়ারম্যান শাহাব উদ্দিন শিহাব।
সংগঠনের দায়িত্বশীলবৃন্দসহ এ সময় উপস্থিত ছিলেন রুস্তমপুর ইউনিয়নের সর্বস্তরের উলামায়ে কেরাম।
উল্লেখ্য যে, গোয়াইনঘাট উপজেলার সর্ববৃহৎ ইউনিয়ন ১নং রুস্তপুর। তাই আসন্ন নির্বচনকে ঘিরে সবচে’ বেশি আমেজ এ ইউনিয়নেই। গত নির্বাচনে বিপুল ভোটে নির্বাচিত চেয়ারম্যান শাহাব উদ্দিন শিহাব এবারও প্রর্থী। এখন পর্যন্ত পরিসংখ্যান বিবেচনায় এগিয়ে আছেন তিনি।
বিজ্ঞপ্তি…