ইসলামী সমাজকল্যাণ পরিষদ রুস্তমপুর ইউনিয়নের কাউন্সিল সম্পন্ন
1 min read
সীমান্ত ডেস্ক :: ৩ নভেম্বর বুধবার সকাল ১১ টায় হাদারপার উপরগ্রাম বাজার মাদরাসা মিলনায়তনে গোয়াইনঘাট উপজেলার ১নং রুস্তমপুর ইউনিয়নের উলামায়ে কেরামের সর্ববৃহৎ প্লাটফর্ম ইসলামী সমাজকল্যাণ পরিষদ রুস্তমপুর ইউনিয়নের কাউন্সিল অনুষ্ঠিত হয়।
সদ্যবিদায়ী সাধারণ সম্পাদক লামাই মাদরাসার মুহতামিম মাওলানা শরীফ উদ্দিনের কমিটির প্রতিবেদন উপস্থাপনের পর বিদায়ী সভাপতি হাদারপার মাদরাসার মুহতামিম মাওলানা আবু হানিফা গত কমিটিকে বিলুপ্ত ঘোষণা করেন।
এরপর উন্মুক্ত আলোচনার মাধ্যমে সর্বসম্মতিক্রমে খলামাধব মাদরাসার মুহতামিম মাওলানা জামাল উদ্দিনকে সভাপতি, মাওলানা আল আমিন জুনাইদকে সাধারণ সম্পাদক ও মাওলানা আখলাকুল আম্বিয়াকে সাংগঠনিক সম্পাদক করে ৩ বছর মেয়াদী কার্যনির্বাহী পরিষদ গঠন করা হয়।
একনজরে নবনির্বাচিত কমিটি-
সভাপতি : মাওলানা জামাল উদ্দিন; মুহতামিম, খলামাধব মাদরাসা
সিনিয়র সহ-সভাপতি : মাওলানা আবু হানিফা; মুহতামিম, হাদারপার মাদরাসা
সহ-সভাপতি : মাওলানা বিলাল আহমদ; মুহতামিম, কুপারবাজার মাদরাসা
সহ-সভাপতি : কাজি আমিরুল ইসলাম
সহ-সভাপতি : মাওলানা শরিফ উদ্দিন মাসুদ; মুহতামিম, লামাই মাদ্রাসা
সাধারণ সম্পাদক : মাওলানা আল আমিন জুনাইদ; নাযিমে তা’লীমাত, আল মদিনা কুপারবাজার মাদরাসা
সহ-সাধারণ সম্পাদক: মাওলানা হিলাল আহমদ; মুহতামিম, বাদেবাসা মাদরাসা
সহ-সাধারণ সম্পাদক: মাওলানা জয়নাল আবদিন; মুহতামিম, রায়গড় মাদ্রাসা
সহ-সাধারণ সম্পাদক : মাওলানা আব্দুল হাফিজ; মুহতামিম, বঙ্গবীর মাদ্রাসা
সাংগঠনিক সম্পাদক : মাওলানা আখলাকুল আম্বিয়া; হাদারপার
সহ-সাংগঠনিক সম্পাদক : মাওলানা আব্দুল জলিল; ধরগ্রাম মাদ্রাসা
সহ-সাংগঠনিক সম্পাদক : মাওলানা জিয়াউর রহমান; মুহতামিম, ইটাচকি মাদ্রাসা
প্রচার ও প্রকাশনা সম্পাদক : মাওলানা আব্দুল্লাহ সালমান; মারকাযুল হিদায়া সিলেট
সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক : মাওলানা হাবিব আহমদ; মুহতামিম, ভেড়িবিল মাদ্রাসা
কোষাধ্যক্ষ : মাওলানা আশরাফ আলী ; মুহাদ্দিস, লামাই মাদরাসা
দফতর সম্পাদক: মাওলানা আতাউর রহমান কাসেমী ; মুহাদ্দিস, কুপারবাজার মাদরাসা
নির্বাহী সদস্যবৃন্দ –
মাওলানা মুহাম্মাদ আলী, টুকুইর মাদরাসা
মাওলানা মুখলিসুর রহমান; নাযিম, ধরগ্রাম মাদরাসা
মাওলানা আব্বাস উদ্দিন; নাযিম, বঙ্গবীর মাদরাসা
মাওলানা ফরিদ উদ্দিন; মুহতামিম, বড়ঘোষা মাদরাসা
মাওলানা আব্দুল মুকিত; নাযিম, বড়ঘোষা মাদরাসা
মাওলানা হাবিবুর রহমান; নাযিম, খলামাধব মাদরাসা
মাওলানা হারুনুর রশিদ, ইটাচকি মাদরাসা
মাওলানা হারিস উদ্দিন; মুহতামিম, গোজারকান্দি মাদরাসা
মাওলানা আব্দুল আলী; নাযিম, গোজারকান্দি মাদরাসা
মাওলানা আলী আহমদ, রায়গড় মাদরাসা
মাওলানা বিলাল আহমদ, খালপার মাদরাসা
মাওলানা নজির আহমদ; নাযিম, ভেড়িবিল মাদরাসা
মাওলানা আব্দুল হক; নাযিম, হাদারপার মাদরাসা
মাওলানা আসআদুর রহমান; নাযিম, বাদেবাসা মাদরাসা
মাওলানা আব্দুর রহিম; মুহতামিম, নতুনভাঙ্গা মাদরাসা
মাওলানা আসহাব উদ্দিন; নাযিম, নতুনভাঙ্গা মাদরাসা
মাওলানা আব্দুল্লাহ; নাযিম, লামাই মাদরাসা।
উল্লেখ্য যে, ২০১৬ সাল থেকে এলাকার অনৈতিক ও ইসলাম বিরোধী কার্যকলাপের বিরুদ্ধে সোচ্চার ছিল এ সংগঠন। যার ফলে ইউনিয়ন থেকে অসামাজিক কার্যক্রম অনেকটা কমেছে।
3 thoughts on “ইসলামী সমাজকল্যাণ পরিষদ রুস্তমপুর ইউনিয়নের কাউন্সিল সম্পন্ন”