স্বাস্থ্যকেন্দ্র যখন নিজেই রোগী, কি হবে আর কেদে;ওরে ভুক্তভোগী
1 min read
কাকলী আক্তার মৌ :: হবিগঞ্জ জেলার সকল উর্দ্ধতন কর্মকর্তাদের সদয় দৃষ্টি আকর্ষন করছেন ভুক্তভোগী এলাকাবাসীরা।
বানিয়াচং উপজেলার ৭নং বড়ইউড়ি ইউনিয়নের কালানজুড়া গ্রামে একটি মনোরম স্থাপনা হল ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র।
কিন্তু হলে কি হবে?এটা থেকেও নাই। বিদ্যুত আছে কিন্তু সংযোগ নাই, স্থাপনায় ওয়ারিং করা নাই।ভজনবলের অভাব।ভএলাকার মানুষ বার বার চেষ্টা করেও প্রসব সেবা চালুকরণসহ ২৪/৭ সেবা চালু করতে গিয়েও আশাহত হচ্ছে।
একবিংশ শতাব্দীতে এসেও এই এলাকার অসহায় মানুষ গুলো সেবা পাচ্ছে না। এটা কি ভাবা যায়? এলাকার প্রবাসীরা বলেন যে, বাংলা মায়ের সন্তান হিসেবে নিজেকে খুব অসহায় মনে হয়; যখন দেখি গরিব, অসহায় মানুষগুলো এলাকা ছেড়ে অন্যত্র গমন করে, চিকিৎসার নিতে নিতে নিঃস্ব হয়।
এলাকার মানুষ চেষ্টা করে করে তারা আজ হতাশায় নিমজ্জিত। তারা আচরণে আন্তরিক আর আমরা হই বোবা।সবচেয়ে বড় বিষয় হল জনবলের কারণে মাসের বেশির ভাগ সময় কেন্দ্রটি তালাবদ্ধ থাকে। অচিরেই উক্ত কেন্দ্রের সমস্যা নিরসনের উদ্যোগ নেয়া দরকার।