স্বাস্থ্যকেন্দ্র নিজেই যখন রোগী
1 min read
[কাকলী আক্তার মৌ]
স্বাস্থ্য কেন্দ্র ধুকে ধুকে,নিজেই যখন রোগী,
কি হবে আর কেঁদে কেঁদে;ওরে ভোক্তভোগী।
চাকরি যারা,করো সেথায়,নাকে তেল দিয়ে,
আজকে তারা কোথায় আছ;মুখটি লুকিয়ে?
চিলারাই আর দাউদপুর,
জান কি ওরে;কত দূর?
প্রসুতি মায়ের প্রসব সেবা,
উঠলে ব্যথা কেমনে দিবা?
কেমন করে রোগে শোকে,
সেবা মমতায় টানবে বুকে?
দেখার সময় হয় না কেন?কিসের বেতন নাও?
অসহায়ের চোখের অশ্রু,ব্যথার পানে চাও।
কোথায় থাক আজকে সবে;থাক লুকিয়ে?
অসহায়ে অভিশাপ দেয়;ব্যথায় ককিয়ে।
নিঠুর পাষান কেন হলে;কেন এমন হেলা,
ভেব না কভু রঙে রঙে কেঁটে যাবে বেলা।
পাপের ঘড়া,পূর্ণ যেদিন,হয়ে যাবে তোমার,
কোনসে মুখে,মর্তলোকে হাত পাতবে ক্ষমার?
ধৈর্য ধর ওরে সকল প্রসুতি মা,রোগী,
কি হবে আর কেঁদে কেঁদে;ওরে ভোক্তভোগী।
লেখক: কাকলী আক্তার মৌ।
লেখকের কিছু কথা: বানিয়াচং উপজেলার বড়ইউড়ি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রটিকে সুস্থ্য করার কি কেউ নাই?নাকি কালের আবর্তে বিনা চিকিৎসায় কেন্দ্রটি ধুকে ধুকে মারা যাবে?