গোয়াইনঘাটে পর্যটক সেবায় ট্রুরিজম ক্লাব
1 min read
নিজস্ব প্রতিবেদক, গোয়াইনঘাট:- গোয়াইনঘাটে জাফলং,মায়াবতী ঝর্ণাসহ পর্যটনস্পট সমূহে পর্যটকদের তথ্য এবং যে কোন সেবা মূলক কর্মকান্ডে পাশে দাঁড়িয়েছে ট্রুরিজম ক্লাব নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন। সম্পূর্ণ অরাজনৈতিক, পর্যটক এবং পর্যটন ব্যবস্থাপনাকে বিকশিত করতে সংগঠনটি ইতিপূর্বে আত্মপ্রকাশ করেছে।
জাফলং জিরো পয়েন্ট,সংগ্রাম বিজিবি ফাঁড়ী এলাকা,পর্যটক যাতায়াতের সিড়ি,পর্যটন অঞ্চলের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টসহ বিভিন্ন স্থানে উক্ত সংগঠনের পক্ষ থেকে নিরাপত্তা এবং নির্দেশনা মূলক সাইনবোর্ড, তথ্য সেবা এবং পর্যটকদের আগমণ,অবস্থান এমনকি প্রস্থানের সময় কোন ধরনের হয়রানি কিংবা ঝামেলায় পড়া থেকে পর্যটকদের বিরত রাখতে ও তাদের সহায়তায় উক্ত সংগঠনটি কাছে থেকে কাজ করছে।
প্রায় ১মাস থেকে গোয়াইনঘাটের জাফলং এলাকায় সংগঠনটি ইতিবাচক এবং প্রশংসনীয় কার্যক্রম চোখে পড়েছে। প্রশাসন,আইনশৃঙ্খলা বাহিনীর সাথে সমন্বয় রেখে সংগঠনটি পর্যটক সেবায় নিয়োজিত রয়েছে। জাফলং ট্রুরিজম ক্লাবের সভাপতি রিপন আহমদ,সহ-সভাপতি জাকির হোসেন জানান,জাফলংসহ গোয়াইনঘাটের সবকটি পর্যটনস্পট সমূহে পর্যটকদের নিরাপদ আগমন ও প্রস্থান নির্বিঘœ করণে আমাদের সংগঠন কাজ করে আসছে।
বেড়াতে আসা পর্যটন দর্শনার্থীরা যাতে কোন ধরনের চুরি,ডাকাতি, ছিনতাই,মাদক,বিক্রেতাসহ অপরাধীদের দ্বারা ক্ষতিগ্রস্থ না হন সে লক্ষ্যে আমাদের সংগঠনের কাজ করে যাওয়ার অভিপ্রায় রেখে আমরা এগিয়ে চলেছি। ভবিষ্যতেও পর্যটক সেবার মানসিকতায় আমাদের সংগঠন কাজ করে যাবে। গোয়াইনঘাটের পর্যটন পুলিশের জাফলং সাব জোনের ইন্সপেক্টর রতন শেখ জানান,গোয়াইনঘাটের পর্যটন এলাকায় বিশেষ করে জাফলংয়ে পর্যটকদের সেবায় বেসরকারী উদ্যোগের আওতায় জাফলং ট্রুরিজম ক্লাবের কাজগুলো প্রশংসনীয়। তারা পর্যটক সেবায় ভবিষ্যতেও কাজ করবে বলে আমরা আশাবাদী।