খতমে নবুওয়াত মহা সম্মেলন সফল করুন: সিলেট জেলা উত্তর জমিয়ত
1 min read
উলামা পরিষদ বাংলাদেশ কর্তৃক আয়োজিত খতমে নবুওয়াত মহা সমাবেশে অংশগ্রহণসহ সবধরনের সাপোর্ট দিয়ে সফল করার জন্য উদাত্ত আহ্বান জানিয়েছেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ সিলেট জেলা উত্তর শাখার সভাপতি শায়খুল হাদীস আতাউর রহমান কোম্পানিগঞ্জী।
তিনি বলেন, সিলেট জেলা উত্তরের যুব জমিয়ত ও ছাত্র জমিয়তের নেতাকর্মীসহ আপামর জনতা নবী প্রেমী সবাইকে আগামীকাল ২৭মে, শনিবার সিলেটের ঐতিহাসিক রেজেষ্টারী মাঠে সশরীরে উপস্থিত হয়ে খতমে নবুওয়াত মহা সম্মেলন সফল করুন।
এছাড়াও সিনিয়র সহ-সভাপতি নূর আহমদ কাসেমী, সাধারণ সম্পাদক মুফতি এবাদুর রহমান কাসেমী ও সাংগঠনিক সম্পাদক ভাইস চেয়ারম্যান মাওলানা গোলাম আম্বিয়া কয়েছসহ সিলেট জেলা উত্তর জমিয়তের নেতৃবৃন্দ খতমে নবুওয়াত মহা সম্মেলনের সফলতা কামনা করেছেন।
বার্তা প্রেরক
মাও কামরুল ইসলাম সিদ্দিকী
প্রচার সম্পাদক, জেলা জমিয়ত।