করীমিয়া বেসরকারি মাদরাসা শিক্ষাবোর্ডের কমিটি গঠন
1 min read
ওলীকুল শিরোমণি হযরত শায়খে ছত্রপুরী রহ. এর স্মৃতিবাহী বোর্ড করীমিয়া বেসকারি মাদরাসা শিক্ষাবোর্ড এর সাধারণ সভা অনুষ্ঠিত হয় আজ ২৫ মে, বৃহস্পতিবার।
বোর্ডের সভাপতি শায়খুল হাদীস হযরত মাওলানা মাহমুদুল হাসান রায়গড়ীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন বোর্ডের অধীনে পরিচালিত মাদরাসাসমূহের মুহতামিম ও শিক্ষাসচিবগণ। সর্বসম্মতিক্রমে বোর্ডের সভাপতি শায়খুল হাদীস মাহমুদুল হাসান রায়গড়ি, মহাসচিব মাওলানা আমিনুর রশিদ গোয়াইনঘাটী ও মাওলানা ক্বারী ফয়সল আহমদকে পরীক্ষা নিয়ন্ত্রকের দায়িত্বে নিযুক্ত করা হয়েছে।
উল্লেখ্য যে, বোর্ডের সাবেক মহাসচিব বিশিষ্ট মুহাদ্দিস হযরত মাওলানা আব্দুল মালিক সাতাইনী রহ. ইন্তেকালের পর থেকে অদ্যাবধি ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব পালন করেন মাওলানা আমিনুর রশিদ গোয়াইনঘাটী।
এছাড়াও মাওলানা ফখরুল ইসলাম (জাতুগ্রাম মাদ্রাসা), মাওলানা আব্দুর রহমান (তোয়াকুল মাদ্রাসা) ও মাওলানা জামাল উদ্দিন (খলামাধব মাদ্রাসা)-কে সহ-সভাপতি নির্বাচিত করা হয় এবং সহকারী মহাসচিব মাওলানা বদরুজ্জামান সতি ও মাওলানা হেলাল আহমদ খমপুরীকে অর্থ সম্পাদক নির্বাচিত করা হয়।
বিষয়টি সীমান্তের আহ্বানকে নিশ্চিত করেছেন বোর্ডের সাবেক প্রচার সম্পাদক ও বর্তমান শূরা সদস্য মাওলানা গোলাম আম্বিয়া কয়েছ।