সিলেট সিটির ৪নং ওয়ার্ডে মনোনয়ন পত্র দাখিল করলেন মুফতি আহমাদুল হক উমামা
1 min read
সীমান্ত ডেস্ক :: আসন্ন সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে ৪ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন মাদানী কাফেলা বাংলাদেশের সাংগঠনিক সম্পাদক,সমাজ সেবক, তরুণ আলেম হাফিজ মাওলানা মুফতি আহমাদুল হক উমামা ।
২৩ মে বেলা ১১ ঘটিকায় সহকারী রিটার্নিং অফিসার মোহাম্মদ সাদেকুল ইসলামের কাছে মনোনয়ন পত্র জমা দেন । এসময় প্রার্থীর পিতা আলহাজ্ব মাওলানা এনামুল হক, আম্বরখানা মজুদদারী এলাকার বিশিষ্ট মুরুব্বি আলহাজ্ব জালাল উদ্দীন, জাতীয় ইমাম সমিতি সিলেট মহানগর সেক্রেটারি মাওলানা সিরাজুল ইসলাম, শায়খুল ইসলাম ইন্টারন্যাশনাল জামিয়ার প্রতিষ্ঠা প্রিন্সিপাল মাওলানা সৈয়দ সালিম কাসেমী, মাদানী কাফেলা বাংলাদেশের সভাপতি মাওলানা রুহুল আমীন নগরী, মাওলানা নোমান সালেহ প্রমুখ এসময় উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, সিলেট নগরীর ক্লিন এরিয়া খ্যাত ৪ নং ওয়ার্ডে একাটানা চারবার বিজয়ী কাউন্সিলর ছিলেন বিএনপি নেতা রেজাউল হাসান কয়েস লোদী। বিএনপি দলগতভাবে সিটি নির্বাচন বয়কট করায় কয়েস লোদী এবার প্রার্থী হচ্ছেন না।