গোয়াইনঘাট খাদ্যগুদামের ওসিএলএসডি  আলোচিত পলি দাসের বদলি - Shimanterahban24
May 29, 2023

Shimanterahban24

Online News Paper

গোয়াইনঘাট খাদ্যগুদামের ওসিএলএসডি  আলোচিত পলি দাসের বদলি

1 min read
গোয়াইনঘাট প্রতিনিধি :: সিলেটের গোয়াইনঘাট উপজেলা খাদ্য গুদামে সুনামগঞ্জ থেকে ট্রাক যোগে নিয়ে আসা ২৬০ বস্তা ধান জব্দ করে প্রশাসন। বিষয়টি গোয়াইনঘাটে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে। ঐ দিনইপ্রশাসন ৪ সদস্য বিশিষ্ট তদন্ত কমিট গঠন করে। ৭ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন দেয়ার কথা রয়েছে।এ দেকে বিষয়টি নিয়ে বিভাগীয় একাধিক তদন্ত হয়েছে এবং  নিরপেক্ষ তদন্তের স্বর্থে তাকে বদলী করা হয়েছে বলে জানান অতিরিক্ত দায়িত্বে থাকা গোয়াইনঘাটের খাদ্য নিয়ন্ত্রক মনোজকান্তি দাস।
জানা যায় প্রশাসনিক কারণে পলি দাসকে সুনামগঞ্জের তাহিরপুর খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ে বদলিপূর্বক পদায়ন করা হয়। তার স্হলে প্রশাসনিক প্রয়োজনে মৌলভীবাজারের  কুলাউড়া খাদ্যনিয়ন্ত্রকের অফিসের খাদ্য পরিদর্শক তথা ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুস শহীদ মাহবুবকে গোয়াইনঘাট খাদ্যনিয়ন্ত্রকের অফিসে বদলিপূর্বক পদায়ন করা হয়।
৭ কার্যদিবসের মধ্যে বদলিকৃত কর্মস্হলে  যোগদান দায়িত্ব হস্তন্তর গ্রহনের নির্দেশ রয়েছ, অন্যতায় উক্ত সময় পর তারা ত্যৎক্ষনিক অবমুক্ত হিসাবে গণ্য হবেন  মর্মে সিলেটের  জেলা খাদ্য নিয়ন্ত্রকের অফিস আদেশে (১৯ মে ২০২৩) উল্লেখ করা হয়।
গোয়াইনঘাটে  চলতি বোরে মওসুমে ৭ শত ৫৫ মেঃটন বোরে ধান সংগ্রহের লক্ষমাত্রা থাকলে স্হানীয় কৃষকদের ধান না কিনে বাহিরের জেলার ধান গুদামে মওযোদের চেষ্টার ঘঠনায় এলাকার কৃষকরা আলেচিত ওসিএলএসডিকে দায়ী করে বলেন, ধান নিয়ে আসলে কৃষকদের নানা কৌশলে ফিরিয়ে দেন, তিনি  নিজেই গোপন সেন্টিকেট তৈরী করে নিজেই ধানের ব্যবসায় জড়িত রয়েছেন। এলাকার কৃষকদের সরকারের দেয়া সুযোগ সুবিদা থেকে বঞ্চিত করছেন। এলকাবাসী সুনামগঞ্জ থেকে ধান নিয়ে আসার বিষয়টি  সুষ্ঠু তদন্তের মাধ্যমে রহস্য উদ্ঘাটন, দোষীদের  শাস্তির দাবী জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright © All rights reserved. | Newsphere by AF themes.