স্থানীয় ইউপি সদস্য মাজেদুর রহমান বলেন, গতকাল মঙ্গলবার রাতে ১২টার দিকে কামারপাড়া শাহপুর সীমান্তে আনুমানিক ৫০ মিটার দূরে বিএসএফের গুলিতে নিহত মন্জুরুলের মরদেহ পড়েছিল। পরে পরিবারের সদস্যরা মরদেহটি উদ্ধার করে বাসায় নিয়ে আসে।
তিনি আরও বলেন, নিহত মন্জুরুল পেশায় একজন কৃষক ছিল। কিন্তু কী কারণে রাতে সীমান্তে গিয়েছিল এ বিষয়ে পরিবারসহ স্থানীয়রা কিছুই বলতে পারছে না।