সীমিত সম্পদে অধীক উৎপাদন করার সুযোগ রয়েছে: কৃষিবীদ রায়হান
1 min read
গোয়াইনঘাটে ৯২ ধানের বম্পার ফলন
গোয়াইনঘাট প্রতিনিধি :: পুরানো জাতের ২৮ ও ২৯ ধান চাষে কৃষকের এখন নিরুৎসাহিত করছে কৃষিবিভাগ। নতুন জাতের অধীক ফলনশীল ধান চাষ করে লাভবান হচ্ছেন কৃষকরা। ৯২ জাতের বোরো ধান চাষ করে প্রদর্শনী চাষী ফয়জল ইসলাম বিঘাপ্রতি ২৫/৩০মন ধান ঘরে তলর আশাবাদ ব্যক্ত করেন।
কৃষিবীদ রায়হান পারভেজ রণী কৃষকদের বলেন , সীমিত সম্পদ থেকে অধীক ফসল উৎপাদনের সুযোগ রয়েছে, পুরানো ২৮,২৯ ধানের চাষ বাদ দিয়ে ৮৮,৯২ধানের চাষ আজ পরিক্ষীত। সেই সাথে রয়েছে ৮৪,৮৬ বীনা ২৫সহ উন্নত জাত। গোয়াইনঘাটের উৎপাদনে প্রধান বাধা হচ্ছে পানি।
বোরো চাষের সময় পানি থাকে না। এলাকার কৃষকদের পানি সমস্যার দাবীর প্রেক্ষিতে তিনি বলেন গোয়াইন খালের মুখে রাবার ড্রেমের মাধ্যমে পানির ব্যবস্হার বিষয়টি প্রস্হাব করা হয়েছে। ধান চাষের পাশাপাশি আরও অধীক লাভজনক তৈলজাত শস্য, সবজি চাষে কৃষকের উদ্বুদ্ধ হওয়ার আহব্বান জানিয়ে বলেন কৃষিবান্ধব সরকার কৃষকদের হাজার হাজার কুটি টাকা ভর্তুর্কিসহ অত্যধুনিক সুযোগ সুবদা দিয়েছে, আমাদের জমি পতিত রখা যাবে না। তিনি উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত ২০২২-২৩ অর্থ বছরে আধুনিক প্রযুক্তির মাধ্যমে সিলেট অঞ্চলে কৃষিউন্নয়ন প্রকল্পের আওতায় বোরো প্রদর্শনীর মাঠদিবস অনুষ্ঠানে গহড়া গ্রামে প্রধান অতিথির বক্তব্য রাখেন।
১১ মে বেলা পৌনে ৩টায় অনুষ্ঠিত মাঠ দিবসে শুরুতেই কোরআন তেলাওয়াত করেন মিজানুর রহমান। অবঃ প্রাপ্ত প্রঃ শিক্ষক ইউছুফ জামালের সভাপতিত্বে উপসহকারী কৃষি কর্মকর্তা মোয়াজ্জেম হোসেনের সঞ্চালনে বিশেষ অতিথির বক্তব্যে রাখেন প্রঃ শিক্ষক সিরাজুল ইসলাম,৯২ ধানের প্রদর্শনী কৃষক ফয়জুল ইসলাম, সাংবাদিক আব্দুল মালিক ইউপি সদস্য জসিম উদদীন, সামসুল হুদা, সবজিচাষী আঃ জব্বার প্রমুখ।
সভায় বিভিন্ন গ্রামের কৃষক,কৃষাণী গন্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন ইউপির উপসহকারী কৃষি কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।