গোলাপগঞ্জের বাঘা মাদ্রাসায় নব নিযুক্ত শায়খুল হাদিস মাওলানা ফয়জুল হাসান খাদিমানী
1 min read
গোলাপগঞ্জ প্রতিনিধি : শায়খুল আরবে ওয়াল আজম কুতবুল আলম
হুসাইন আহমদ মাদানী(রাহঃ) এর অন্যতম
খলিফা আল্লামা শায়েখ বশীর আহমদ শায়খে বাঘা (রাহঃ) প্রতিষ্ঠিত গোলাপগঞ্জের ঐতিহ্যবাহী বাঘা গোলাপনগর আরাবিয়া ইসলামিয়া দারুল হাদিস মাদ্রাসার শায়খুল হাদিস হিসাবে নিযুক্ত হলেন আল ক্বলম গভেষণা পরিষদ বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রখ্যাত আলেমে দ্বীন, শায়খুল হাদিস মাওলানা ফয়জুল হাসান খাদিমানী।