ছাত্র জমিয়ত ঢাকাদক্ষিণের কাউন্সিল ও কর্মী সম্মেলন
1 min read
৬মে ২৩ইং রোজ শনিবার বেলা ০৩:০০ ঘটিকা হইতে ঢাকাদক্ষিণ ইউনিয়ন হলরুমে “ছাত্র জমিয়ত বাংলাদেশ ঢাকাদক্ষিণ ইউনিয়ন শাখার” কাউন্সিল অধিবেশন ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন “জমিয়তে উলামায়ে ইসলাম গোলাপগঞ্জ উপজেলার ” সভাপতি শায়খ আব্দুল মতিন শায়খে নাদিয়া। তিনি তাঁর বক্তব্যে বলেন ” জমিয়ত সর্বদা দ্বীন, দেশ ও জাতির তরে খেদমত করে যাচ্ছে। বৃটিশদের শোষণের বিরুদ্ধে যে সকল উলামায়ে কেরামগণ সোচ্চার ছিলেন, তাদেরই সন্তানদের দ্বারা প্রতিষ্ঠিত জমিয়ত। প্রতিষ্ঠালগ্ন থেকে আজোব্দি জমিয়ত তাঁর পূর্বসূরিদের অনুসৃত পথ ধরে এখনো এগিয়ে যাচ্ছে। এবং আল্লাহর জমিনে আল্লাহর নেযাম প্রতিষ্ঠায় সফল হবে।”
বিশেষ অতিথির বক্তব্যে যুবনেতা মাও. জফির উদ্দিন বলেন, “বৃটিশদের শোষণে যখন স্বাধীনতার আওয়াজ চুপসে গিয়েছিলো। তখনই জমিয়ত প্রতিষ্ঠা লাভ করে। এবং সর্বপ্রথম ভারত উপমহাদেশে স্বাধীনতার আওয়াজ তুলে। দেশ ও মিল্লাতের তরে হাজারো জান কুরবান করেন জমিয়তের কর্মীবৃন্দ। এমনকি বাংলাদেশের উপর সমগ্র পাকিস্তানের শোষণের বিরুদ্ধেও সোচ্চার ছিলেন পাকিস্তানের জমিয়ত সদর মুফতি মাহমুদ রাহ.। মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলেন সাবেক জমিয়ত বাংলাদেশের সহ-সহ-সভাপতি মাওলানা মুহিউদ্দিন খান রাহ. সহ অনেক জমিয়ত নেতৃবৃন্দরা। অথচ দু:খের বিষয় হচ্ছে, আজ এগুলো কেউ জানেনা, কেউ জমিয়তের অবদানকে স্বীকৃতি দিতে চায়না। জমিয়তের এসকল অবদানকে স্বীকৃতি দেয়া সময়ের দাবি”।
ছাত্র জমিয়ত গোলাপগঞ্জের সভাপতি ছাত্রনেতা আবুল কাসিম বলেন, ” স্বচ্ছ ছাত্র রাজনীতিতে ছাত্র জমিয়ত বাংলাদেশ যে বঅবদান রেখে যাচ্ছে, ইতিহাসে তা স্বর্ণাক্ষরে লিপিবদ্ধ থাকবে”।
জমিয়ত ও ছাত্র জমিয়তের ইতিহাস, ঐতিহ্য ও অবদান তুলে ধরে ছাত্র জমিয়ত গোলাপগঞ্জের সাধারণ সম্পাদক হা. নাঈম আহমদ বলেন, ” সত্য কথা হচ্ছে, প্রত্যেক ছাত্রকে স্বচ্ছ ছাত্র রাজনীতির জন্য ছাত্র জমিয়তে যোগদান করা আবশ্যিক”।
সম্মেলনে আরো উপস্থিত ছিলেন ঢাকাদক্ষিণ ইউনিয়ন জমিয়তের সভাপতি মাও. হা. মনসুর আহমদ, সহ-সভাপতি মাও. হেলাল আহমদ সুনামপুরী, মাও. হুছাইন আহমদ, যুগ্ম-সাধারণ সম্পাদক মাও. ফয়সল আহমদ, জমিয়ত নেতা মাও. মুফতি খায়রুল আমিন মাহমুদী, ছাত্র বিষয়ক সম্পাদক সাবেক ছাত্রনেতা মাও. শেখ আফজল হুসাইন, মাও. জামিল আহমদ, ছাত্র জমিয়ত গোলাপগঞ্জ পৌরের সাবেক সাধারণ সম্পাদক মোহা. মিনহাজ আহমদ, ছাত্র জমিয়ত ভাদেশ্বর ইউ.পির সাধারণ সম্পাদক জায়েদ আহমদ সহ প্রমুখ।
এতে ২০২৩-২০২৪ সেশনের জন্য সভাপতি হিসেবে আবু সালেহ উসমান, সাধারণ সম্পাদক হা. গোলাম কিবরিয়া, সাংগঠনিক সম্পাদক শেখ আব্দুল্লাহ ইকরামা, প্রচার সম্পাদক হা. সুলতান আবু নাদের , অর্থ সম্পাদক আফসার আহমদকে নির্বাচন করে ২১ সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।