মিশিগানে বাংলা স্কুল অব মিউজিকের নববর্ষ উদযাপন - Shimanterahban24
June 5, 2023

Shimanterahban24

Online News Paper

মিশিগানে বাংলা স্কুল অব মিউজিকের নববর্ষ উদযাপন

1 min read

শফিক রহমান (ভয়েস অব মিশিগান ইউএসএ) :: গত ৩০ এপ্রিল, রোববার মিশিগানের ওয়ারেন সিটির মৃধা বেঙ্গলী কালচারাল সেন্টারে বিকেল ৩ টায় বাংলা স্কুল অব মিউজিক মিশিগান ইউএসএ আয়োজিত নববর্ষ ১৪৩০ কে স্বাগত জানাতে এক সংগীতানুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতেই বাংলা স্কুল অব মিউজিক মিশিগান ইউএসএ-এর প্রতিষ্ঠাতা সংগীত শিল্পী ওস্তাদ আকরাম হোসেন, উপস্থিত সুধীবৃন্দসহ সবাইকে নববর্ষের শুভেচ্ছা ও স্বাগত জানান। জনপ্রিয় শিক্ষিকা সামিরা আলম সুবর্ণার সঞ্চালনায় এতে আলোচনায় অংশ নেন কবি সাহিত্যিক ডা. দেবাশীষ মৃধা, সাংস্কৃতিক ব্যক্তিত্ব চিনু মৃধা, হায়দার খাঁন, ফটো সাংবাদিক ডা. নাজমুল হক কল্লোল, মাট কালিন, ডা. আহমদুল হোসেন রুশূ, মৃদুল কান্তি দাস ও মিনাল চৌধুরী।

সংগীত পরিবেশন করেছেন বাংলাদেশ থেকে আগত বিশিষ্ট রবিন্দ্র সংগীত শিল্পী সাজ্জাদুর রহমান। আরও সংগীত পরিবেশন করেন কামরুন হায়দার, ডা. গজনভী, আজমল হোসেন, চিনু মৃধা, ডা. আহমদুল হাসান রুশূ, সুব্রত মোহন্ত, এতিনা আকরাম, রিতু মোহন্ত ও জোসনা বিশ্বাসসহ বাংলা স্কুলের শিক্ষানবিশ শিল্পীবৃন্দ।

নতুন বছরকে বরণ করতে “এসো হে বৈশাখ এসো এসো” সমবেত কন্ঠে এই গানটি পরিবেশন করেন স্কুলের শিক্ষানবীশ শিল্পীরাসহ উপস্থিত সবাই। পরে আলাপচারিতা ও কুশল বিনিময়ের পাশাপাশি বিগত দিন বাংলা স্কুল অব মিউজিক মিশিগানের বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনসহ বিভিন্ন জাতীয় দিবস উদযাপনের কথাও স্মৃতিচারণ করেন।
এবং আগামীতে এই স্কুলের বিভিন্ন পর্যায়ের কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখতে সবাইকে একতাবদ্ধ হয়ে কাজ করে স্কুলের উন্নয়নকে আরও তরান্বিত করতে সকলের সার্বিক সহযোগিতাও কামনা করেছেন।

স্কুলের প্রতিষ্ঠাতা সংগীত শিল্পী আকরাম হোসেন সকলের সরব উপস্থিতিতে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়েছে জেনে সবাইকে ধন্যবাদ জানান ও আগামীতে আরও চমৎকার অনুষ্ঠান আয়োজন করার অভিপ্রায় ব্যাক্ত করেন।

শেষাংশে সবাইকে মধ্যাহ্নভোজে আপ্যায়িত করা হয়। এতে স্কুলের ছাত্রছাত্রীদের অভিভাবকবৃন্দসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও প্রেস ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright © All rights reserved. | Newsphere by AF themes.