সয়াবিন তেলের দাম আবার বাড়ল, আজ থেকেই কার্যকর - Shimanterahban24
June 5, 2023

Shimanterahban24

Online News Paper

সয়াবিন তেলের দাম আবার বাড়ল, আজ থেকেই কার্যকর

1 min read

দেশের বাজারে ফের বোতলজাত সয়াবিন তেলের দাম লিটারে ১২ টাকা বাড়িয়ে ১৯৯ টাকা নির্ধারণ করা হয়েছে। আজ বৃহস্পতিবার (৪ মে) থেকেই বোতলজাত সয়াবিন তেলের এ নতুন দাম কার্যকর করবে ভোজ্যতেল উৎপাদক সমিতি।

সয়াবিন তেলের দাম আবার বাড়ল, আজ থেকেই কার্যকর

শীর্ষস্থানীয় ভোজ্যতেল বিপণনকারী সিটি গ্রুপের পরিচালক বিশ্বজিৎ সাহা গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

নতুন দাম অনুযায়ী খোলা সয়াবিন লিটারপ্রতি ১৭৬ টাকা, বোতলজাত সয়াবিন লিটারপ্রতি ১৯৯ টাকা, পাঁচ লিটারের বোতলজাত সয়াবিন তেল ৯৬০ টাকা, পাম সুপার খোলা সয়াবিন তেল লিটারপ্রতি ১৩৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

দাম বাড়ানোর কারণ প্রসঙ্গে বলা হয়েছে, ভোজ্যতেল আমদানিতে সরকারের প্রদত্ত ভ্যাট অব্যাহতির গত ৩০ এপ্রিল শেষ হওয়ায় মেয়োদ বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফেকচারার্স অ্যাসোসিয়েশন, বাণিজ্য মন্ত্রণালয় ও বাংলাদেশ ট্যারিফ কমিশনের সাথে আলোচনা করে দাম বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright © All rights reserved. | Newsphere by AF themes.