ইসরায়েলের মানবাধিকার সংস্থা হামোকডের হিসাব অনুযায়ী, বর্তমানে ইসরায়েলের কারাগারে এক হাজারের বেশি ফিলিস্তিনি কোনো ধরনের অভিযোগ বা বিচার ছাড়াই বন্দি আছেন। এই সংখ্যা ২০০৩ সালের পর সর্বোচ্চ।
এদিকে, আদনানের মৃত্যুর পর গাজার ডব্লিউএইডি প্রিজনার্স অ্যাসোসিয়েশন বার্তা সংস্থা রয়টার্সকে বলেছে, ঠান্ডা মাথায় খাদের আদনানকে শেষ করে দেওয়া হয়েছে।
অন্যদিকে ফিলিস্তিনের বার্তা সংস্থা ডব্লিউএএফএ জানায়, ৪৪ বছর বয়সী আদনান ইসরায়েল অধিকৃত পশ্চিম তীরের জেনিন শহরের কাছের আরাবা উপশহরের বাসিন্দা ছিলেন। কোনো ধরনের অভিযোগ ছাড়া গ্রেপ্তারের প্রতিবাদে তিনি ৮৭ দিন ধরে অনশন করছিলেন।