বন্ধুমহল ব্লাড ডোনার সোসাইটি ফেনীর ব্যতিক্রমধর্মী ঈদ উদযাপন - Shimanterahban24
May 29, 2023

Shimanterahban24

Online News Paper

বন্ধুমহল ব্লাড ডোনার সোসাইটি ফেনীর ব্যতিক্রমধর্মী ঈদ উদযাপন

1 min read

ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে বন্ধুমহল ব্লাড ডোনার সোসাইটি ফেনী জেলা শাখার উদ্যোগে “ঈদ উৎসব ২০২৩” অনুষ্ঠিত হয়।

আজ ২৬ এপ্রিল ২০২৩ (বুধবার) ফেনী জংশন এবং ফেনী ট্যাংক রোডে ১৫ স্বেচ্ছাসেবী এর অধিক অংশগ্রহণে এ ঈদ উৎসব অনুষ্ঠান উদযাপিত হয়।

উক্ত অনুষ্ঠান সকাল ১১টায় শুভ উদ্বোধন করেন ফেনী জেলা সমন্বয়ক “জোবেদা আক্তার ঝর্ণা”, এ সময় তিনি বলেন ‘বন্ধুমহল ব্লাড ডোনার সোসাইটি শুধু রক্তদাতা সংগ্রহ করে না, পাশাপাশি সচেতনতা বৃদ্ধি করে। আমরা আজ ঈদের আনন্দ সকলের মাঝে ছড়িয়ে দিতে বন্ধুমহল ব্লাড ডোনার সোসাইটি ফেনী জেলা শাখার উদ্দোগ্যে ঈদ উৎসব – ২০২৩ অনুষ্ঠানের আয়োজন করেছি।’

ঈদের আনন্দ ভাগাভাগি করতে আজ সকাল ১১টা থেকে বিকাল ৩টা পর্যন্ত প্রায় ৯৫ জন অসহায় পথচারী এবং পথশিশুদের মাঝে খাবার বিতরণ করে টিম ফেনীর স্বেচ্ছাসেবীবৃন্দ এবং খাবার বিতরণ শেষে স্টেশনে আগত যাত্রী সকলের মাঝে রক্তদানে সচেতনতামূলক লিফলেট বিতরণ করে এবং রক্তদাতা সংগ্রহ করা হয়।

ঈদ প্রোগ্রাম ২০২৩ কে সফল ও সুন্দর করতে ফেনী টিম এর সাথে অতিথি হিসেবে যুক্ত হয় বন্ধুমহল ব্লাড ডোনার সোসাইটি চট্টগ্রাম বিভাগীয় সমন্বয়ক “তছলিম ভূইয়া, ঢাকা জেলা সমন্বয়ক “ফয়েজ আহমেদ, চট্টগ্রাম জেলা সমন্বয়ক ফরহাদ হোসেন, লক্ষ্মীপুর জেলা সমন্বয়ক ইয়াছিন আরাফাত, নোয়াখালী জেলা সমন্বয়ক আসাদুজ্জামান হৃদয় এবং বিভিন্ন জেলার স্বেচ্ছাসেবীবৃন্দ।

সবশেষে একটি ব্যতিক্রধর্মী অনুষ্ঠানের মাধ্যমে বন্ধুমহল ব্লাড ডোনার সোসাইটি এর ফেনী জেলা শাখার উদ্যোগে আয়োজিত “ঈদ উৎসব-২০২৩” সফল ভাবে সম্পন্ন হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright © All rights reserved. | Newsphere by AF themes.