ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন সাবেক ছাত্রনেতা জুবায়ের হোসেন
1 min read
পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা জানিয়েছেন বঙ্গবন্ধু পরিষদ কিংডম অব বাহরাইন শাখার সভাপতি, প্রবাসী ঐক্য পরিষদ বাহরাইন শাখার সভাপতি ও সাবেক ছাত্রনেতা জুবায়ের হোসেন।
এক শুভেচ্ছা বার্তায় জুবায়ের হোসেন বলেন, মাসব্যাপী সিয়াম সাধনা ও সংযম পালনের পর আমাদের মাঝে আসে পবিত্র ঈদুল ফিতর। ঈদ মানেই আনন্দ ও খুশির উৎসব। এই উৎসব ঈদ ধনী-গরিব নির্বিশেষে সকলের জীবনে আনন্দের বার্তা বয়ে নিয়ে আসে।
পবিত্র ঈদুল ফিতর আমাদের ধনী-দরিদ্রের ভেদাভেদ ভুলে সব মানুষকে এক কাতারে দাঁড়ানোর শিক্ষা দেয়। তাই সবার উচিত অসহায়-গরীবদের পাশে দাঁড়ানো, তাদের যথাসাধ্য সাহায্য করা। যাতে তারাও আনন্দের সাথে এই উৎসব উদযাপন করতে পারে।
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সিলেট ও প্রবাসীসহ দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানানোর পাশাপাশি ঐক্যবদ্ধ ও ভালোবাসাপূর্ণ সমাজ এবং দেশ গঠনের জন্য একযোগে সকলকে কাজ করার আহবান জানান জুবায়ের হোসেন।