সিলেট মিডিয়া করপোরেশনের ঈদ অনুদান বিতরণ ও সংবর্ধনা অনুষ্ঠান
1 min read
শায়খুল ইসলাম :: মঙ্গলবার (১৮ এপ্রিল) ফেঞ্চুগঞ্জ প্রেসক্লাবে, সিলেটের জনপ্রিয় সমাজিক সংগঠন সিলেট মিডিয়া করপোরেশন এর আর্থিক সহায়তা প্রজেক্টের মাধ্যমে ঈদ উপহার।
কন্যাদায় পিতা-কে নগদ বিশ হাজার। একজন স্বামী-হারা মহিলা ও একজন দরিদ্র মহিলা-কে সেলাই মেশিন ক্রয়ের জন্য নগদ বিশ হাজার।
দু’টি দরিদ্র পরিবার-কে ঘর সংস্কারের জন্য নগদ পঁচিশ হাজার। দু’জন মহিলা ক্যান্সার রোগি-কে নগদ বারো হাজার। চক্ষু অন্তরালে যুবক ও টিউমারে আক্রান্ত রোগী-কে নগদ দশ হাজার। এক জন ছাত্র-কে নগদ পাঁচ হাজার, একজন মাওলানা-কে তিন হাজার, স্বাবলম্বী হওয়ার জন্য একজন ক্ষুদ্র ব্যাক্তি ৫ হাজার টাকা, একজন রিক্সার ড্রাইভার-কে ৩ হাজার নগদ অর্থ দেওয়া হয়। (মোট নগদ এক লক্ষ ৩ হাজার টাকা প্রদান করা হয়) ও সংগঠনের উপদেষ্টাকে সংবর্ধনা দেওয়া হয়।
ফেঞ্চুগঞ্জ প্রেসক্লাবের এর সভাপতি রিয়াজ উদ্দিন ইসকার সভাপতিত্বে কাসেম আলী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক জনাব আবুল জাবিদের পরিচালনায় প্রবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন আমির আলী ।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন
সিলেট মিডিয়া করপোরেশন এ-র সিনিয়র উপদেষ্টা আলহাজ্ব কাপ্তান হোসেন । বিশেষ অতিথির বক্তব্য রাখেন ফেঞ্চুগঞ্জ উপজেলার বিএনপির সভাপতি ওহিদুজ্জামান সুফি
সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনে উপদেষ্টা ফ্রান্স প্রবাসী গোলাম মাহমুদ আজম।
এ সময় আরো উপস্থিত ছিলেন
কাসেম আলী মডেল উচ্চ
বিদ্যালয়ের শিক্ষক স্যার মাহবুব আলম।
সাগত বক্তব্য রাখেন সংগঠনে বাংলাদেশের সমন্নয়ক জনাব সিরাজুল ইসলাম সাজুল।
সহায়তা প্রদানের ধারাবাহিকতায় আমাদের এই
নগদ অর্থ সহযোগিতা প্রদান- নং২৪৩ টি পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান-নং৭ টি এবং ৮ টি পাকা ঘর প্রদান ও রমজান, ঈদ, প্রকৃতিক দুর্যোগ বন্যা, করোনা মহামারী সহ বিভিন্ন সময় খাদ্য সামগ্রী বিতরণ প্রায় ২৪ হাজার পরিবার-কে করা হয়েছে।
পরিশেষে সভাপতির বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।