পাবলিক ইউনিভার্সিটীজ স্টুডেন্টস এসোসিয়েশন অব গোয়াইনঘাটের ইফতার ও নবীন বরণ অনুষ্ঠিত - Shimanterahban24
June 5, 2023

Shimanterahban24

Online News Paper

পাবলিক ইউনিভার্সিটীজ স্টুডেন্টস এসোসিয়েশন অব গোয়াইনঘাটের ইফতার ও নবীন বরণ অনুষ্ঠিত

1 min read

পাবলিক ইউনিভার্সিটীজ স্টুডেন্টস’ এসোসিয়েশন অব গোয়াইনঘাটের উদ্যোগে ইফতার মাহফিল ও নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৪ এপ্রিল) বিকাল ৪টায় সিলেট শহরস্থ পূর্ব জিন্দাবাজারের গোল্ডেন সিটি রেস্টুরেন্ট পাবলিক ইউনিভার্সিটীজ স্টুডেন্টস’ এসোসিয়েশন অব গোয়াইনঘাট-এর সভাপতি গোলজার হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আশিকুর রহমানের সঞ্চালনায় ইফতার মাহফিল, নবীন বরণ অনুষ্ঠান ও নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে গোয়াইনঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সিলেট জেলা আওয়ামিলীগ উপদেষ্টা সদস্য ফারুক আহমেদ বলেন, দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত এখানে উপস্থিত আমার গোয়াইনঘাটের সোনার ছেলেরা, তোমরা আগামীতে দেশ পরিচালনায় বিভিন্ন সেক্টরে দ্বায়িত্ব পালন করবে। তোমরা যেন পরস্পর পরস্পরের প্রতি সহযোগী হও। বিশেষ করে তোমাদের এলাকার ভাইবোনদের প্রতি সবসময় আন্তরিক হবে আশা করি।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সাবেক বিভাগীয় প্রধান প্রফেসর ড. মোহা. আতিউল্লাহ, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এসোসিয়েট প্রফেসর আব্দুস সামাদ, গোয়াইনঘাট সরকারি কলেজের অধ্যক্ষ ফজলুল হক, গোয়াইনঘাট উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান এডভোকেট জামাল উদ্দিনসহ প্রমুখ।

অনুষ্ঠানে পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্টস এসোসিয়েশন অফ গোয়াইনঘাট এর সংগঠনের কার্যকরী পরিষদের পূর্নাঙ্গ কমিটির সকল নেতৃবৃন্দর সরব উপস্থিতি লক্ষ করা গেছে।

ইফতার পূর্ববর্তী মোনাজাত করেন প্রফেসর ড.আতিউল্লাহ।

ইফতার পরবর্তী ২য় অধিবেশনের প্রথমে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে চান্স প্রাপ্ত গোয়াইনঘাট উপজেলা ছাত্র-ছাত্রীদের ফুল দিয়ে বরণ করা হয়, পরে সংগঠনের বিগত বছরগুলার কার্যক্রমের ভিডিও প্রদর্শনী, উপস্থিতির মধ্যে আতর বিতরণ, বিগত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের বিদায়ী বক্তব্য ও সর্বশেষ রুহুল আমিন মারুফকে সভাপতি ও জুনেদ আহমদকে সাধারণ সম্পাদক করে ৬৮ সদস্য বিশিষ্ট নতুন কমিটির ঘোষণা করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright © All rights reserved. | Newsphere by AF themes.