স্বপ্নের ওয়ান পাউন্ড হাসপাতাল; কচ্ছপ গতিতে চলছে নির্মাণ কাজ - Shimanterahban24
June 9, 2023

Shimanterahban24

Online News Paper

স্বপ্নের ওয়ান পাউন্ড হাসপাতাল; কচ্ছপ গতিতে চলছে নির্মাণ কাজ

1 min read

 

যুক্তরাজ্য বসবাসরত সিলেটের বিশ্বনাথের প্রবাসীদের উদ্যোগে বহুল আলোচিত বিশ্বনাথ ওয়ান পাউন্ড হাসপাতালের নির্মান কাজ কচ্ছপ গতিতে চলছে। বিশ্বনাথ সদর ইউনিয়নের বাইপাস রোড সংলগ্ন ৫ বিঘা জমির উপর এ হাসপাতালটি নির্মাণ করা হচ্ছে। এতে করে গরিব ও অসহায় মানুষরা বিনামূল্যে চিকিৎসা করানোর সুবর্ণ সুযোগ তৈরি হলো।

২০১৫ সালের জুন মাসে যুক্তরাজ্যে এ সংস্থার আত্মপ্রকাশ ঘটলেও ২০১৭ সালের মার্চ মাসে বিশ্বনাথে ‘ফ্রি ফ্রাইডে ক্লিনিক’র মাধ্যমে হাসপতাল প্রতিষ্ঠার কার্যক্রম শুরু হয়। এরপর থেকে ধারাবাহিকভাবে সকল কাজ সম্পন্ন করে গত এক এপ্রিল শুক্রবার
সকালে হাসপাতালের ভবন নির্মাণের লক্ষ্যে মাটি ভরাট কাজ শুরু হয়েছে। মাটি ভরাট কাজ শুরু উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে দোয়া পরিচালনা করেন মাদানিয়া মহিলা মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা কামরুল ইসলাম ছমির।

নির্মাণ কাজ প্রসঙ্গে হাসপাতালের সিও ডা: শাহনুর আলী বলেন, প্রবাসী অধ্যুষিত উপজেলা হওয়ার পরও এখানে রাত ১০টার পর কেউ অসুস্থ হলে চিকিৎসক পাওয়া যায় না। মানুষকে চিকিৎসা নিতে ছুটে যেতে হয় সিলেটে। সঠিক সময়ে চিকিৎসা না পাওয়ায় অনেকেই মৃত্যু হয়। এখানে ওয়ান পাউন্ড হসপিটালের কার্যক্রম শুরু হলে রাত ১০টার কেউ আর সিলেট শহরে যেতে হবে না, সহজে বাড়ির পাশে সেবা পাবেন। তাই এই মহতী কাজে দেশ ও প্রবাসের বিত্তবানরা যদি এগিয়ে আসেন তাহলে উপকৃত হবে বিশ্বনাথ তথা সিলেটের মানুষজন।

অপরদিকে হাসপাতালের সেক্রেটারি জেনারেল লন্ডন টাওয়ার হ্যামলেটের সাবেক স্পিকার, সাবেক ডেপুটি স্পিকার কাউন্সিলর আলহাজ্ব মোহাম্মদ আয়াছ মিয়া বলেন; ওয়ান পাউন্ড জেনারেল হসপিটাল’ নির্মাণ করা হলে বিশ্বনাথের ২লক্ষাধিক জনসাধারণসহ বৃহত্তর সিলেটের ১কোটি জনসাধারণ উপকৃত হবে। এছাড়াচ হাসপাতালে অন্যান্য চিকিৎসা সেবার পাশাপাশি গর্ভকালীণ মাতৃসেবা ও এলার্জি সংক্রান্ত রোগের জন্য বিশ্বমানের অত্যাধুনিক সম্পুর্ন আলাদা দু’টি ইউনিট অগ্রাধিকার ভিত্তিতে প্রতিষ্টা করা হবে।
গরীব ও অসহায় রোগীদের চিকিত্সা সেবায় বিনামূল্যে সেবা দেওয়া হবে। মধ্যবিত্ত্বদের হাফ মূল্যে উচ্চবিত্তদের নির্ধারিত মূল্যে সেবা প্রদান করা হবে। এটা শুধু বিশ্বনাথবাসীর জন্য নয় সিলেটসহ পুরো বাংলাদেশের গরীব মানুষরা এর সুবিধা ভোগ করতে পারবে।

এদিকে হাসপাতাল প্রতিষ্ঠায় যুক্তরাজ্য বসবাসরত প্রবাসীরা নিজেদেরকে ফাউন্ডার্স মেম্বার হিসেবে সম্পৃক্ত করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। হাসপাতাল প্রতিষ্ঠার একাধিক বৈঠকে প্রায় অনেকে খুশিমনে ১ হাজার পাউন্ড প্রদান করে ফাউন্ডার মেম্বার হিসেবে নিজেদের হাসপাতাল প্রতিষ্ঠায় সম্পৃক্ত করেছেন। তম্মধ্যে অনেকে নিজে একজন ফাউন্ডার মেম্বার হওয়ার সাথে সাথে আত্মীয়স্বজন ও বন্ধুবান্ধবদের অনুপ্রাণিত করে আরও অন্তত দশজন করে ফাউন্ডার মেম্বার করার প্রতিশ্রুতি প্রদান করেছেন।

পাশাপাশি প্রবাসীরা বলেন, নিঃসন্দেহে এটা এক মহতি উদ্যোগ এবং ছদকায়ে জারিয়ার নিয়তে মুক্ত হস্তে দান খয়রাত প্রদানের এক যথাযথ প্লাটফরম। আমরা আনন্দিত ইতিমধ্যে অনেকেই ফাউন্ডার মেম্বার হিসাবে প্রতিশ্রুতি প্রদান করেছেন। সকলের প্রতি আমাদের ভালোবাসা। বিশ্বনাথের জনকল্যাণে আমাদের দলমত নির্বিশেষে হাসপাতাল প্রতিষ্ঠায় এগিয়ে আসা একান্ত কাম্য।

হাসপাতাল প্রতিষ্ঠায় জনসাধারণের মাঝে আনন্দের ঢেউ; এ প্রসঙ্গে জনসাধারণের বক্তব্য হলো, আমাদের বিশ্বনাথের সুনাম আজ বিশ্ব দরবারে ছড়িয়ে ছিটিয়ে আছে। বিশ্ব দরবারে অনন্য ভুমিকা রাখছে বিশ্বনাথের সন্তানরা। সে অনুযায়ী বিশ্বনাথের অবহেলিত মানুষের সার্বিক কল্যাণে এমন একটি হাসপাতাল আরো অনেক আগেই প্রয়োজন ছিলো। কিন্তু দেরিতে হলেও আমাদের স্বপ্ন পূরণ হচ্ছে এটি সত্যিই আনন্দের বিষয়। হসপিটাল নির্মাণে বিশ্বনাথকে বেছে নেওয়ায় সকল প্রবাসীদেরকে ধন্যবাদ জানিয়ে তাঁরা বলেন, বিশ্বনাথে ‘ওয়ান পাউন্ড হসপিটাল’ নির্মাণের ফলে এ অঞ্চলের অবহেলিত জনগোষ্টি যেমন উন্নত স্বাস্থ্য সেবা পাবে, তেমনি বিশ^নাথের স্বাস্থ্যসেবা আরও একধাপ এগিয়ে যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright © All rights reserved. | Newsphere by AF themes.