টাওয়ার হ্যামলেটের পক্ষ থেকে তাকরিমকে অভিনন্দন জানালেন স্পিকার আয়াছ মিয়া
1 min read
দুবাইয়ে অনুষ্ঠিত ২৬ তম আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় অংশ নিয়ে প্রথম স্থান অধিকার করে কৃতিত্বের স্বাক্ষর রাখায় হাঃ সালেহ আহমদ তাকরিমকে অভিনন্দন জানালেন লন্ডন টাওয়ার হ্যামলেটের প্রাক্তন স্পিকার, সাবেক ডেপুটি স্পিকার ও সিলেটের বিশ্বনাথ ওয়ান পাউন্ড হাসপাতালের সেক্রেটারি জেনারেল আলহাজ্ব মোহাম্মদ আয়াছ মিয়া।
তিনি লন্ডন থেকে এক বিবৃতিতে বলেন; কিশোর হাফেজে কুরআন সালেহ আহমাদ তাকরীমের এই বিজয় মুসলিম বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছে। তার এই গৌরবময় বিজয় প্রমাণ করেছে যে, শতপ্রতিকূলতা ও সঙ্কটের মধ্যেও বাংলাদেশে ইসলামী সংস্কৃতি ও শিক্ষার চর্চা থেমে নেই। হাফেজ তাকরীমের বিজেয়ে দেশের কিশোর-তরুণ থেকে শুরু করে সর্বস্তরের জনতা যে খুশী ও আনন্দ উদযাপন করছে, তাতে সহজেই বুঝা যায় এই দেশের মুসলমানরা ইসলামকে হৃদয়ের কতটা গভীর থেকে ধারণ করেন।
তিনি; বিজয়ী হাফেজ সালেহ আহমাদ তাকরীমের শিক্ষক এবং পিতা-মাতাকেও অভিনন্দন জানিয়ে বলেন, প্রতিটি মুসলিম মা-বাবার কর্তব্য, নিজ নিজ সন্তানদেরকে আবশ্যিকভাবে কুরআন ও ইসলামী শিক্ষায় শিক্ষিত করা। এতে তারা শুধু পরকালেই আল্লাহর কাছে পুরষ্কারপ্রাপ্ত হবেন না, দুনিয়াতেও মর্যাদাবান হবেন এবং তাদের সন্তানরা সৎ ও আদর্শবান হিসেবে গড়ে উঠার পথ খুঁজে পাবে।
এসময় তিনি ধর্ম মন্ত্রণালয় এবং ইসলামিক ফাউন্ডেশনের উদ্দেশ্যে বলেন, আমি আশা করবো ধর্মমন্ত্রণালয় ও ইসলামিক ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে বিশ্বজয়ী তরুণ এই হাফেজকে রাষ্ট্রীয় সম্বর্ধনা দিয়ে অর্জিত এই বিশাল গৌরবকে দেশবাসীর সামনে তুলে ধরবেন।