তারাবির নামাজ ফরজ নয়
1 min read
সংক্ষিপ্ত ব্যাখ্যা : মহানবী (সা.) উম্মতের প্রতি ছিলেন অত্যন্ত স্নেহশীল। তাঁর স্নেহ ও মমতার একটি দিক তিনি কখনো কখনো এমন আমল ছেড়ে দিতেন যা আল্লাহ ফরজ করেননি। কেননা তিনি আমল বিরামহীনভাবে করলে তা ফরজ হয়ে যাওয়ার সম্ভাবনা ছিল। এ ছাড়া সাহাবায়ে কেরাম (রা.) আল্লাহর রাসুল (সা.)-এর অনুসরণে সব সময় উদগ্রীব হয়ে থাকবেন। মহানবী (সা.) কেন চাইলেন তারাবির নামাজ ফরজ না হোক? উত্তর হলো, তারাবির নামাজ যদি ফরজ হয়ে যেত, তবে তা উম্মতের জন্য বেশি ভারী হয়ে যেত। উম্মতের কোনো ব্যক্তি তা ত্যাগ করলে তার পাপ হতো এবং পরকালে শাস্তি ভোগ করতে হতো। হানাফি মাজহাবে তারাবির নামাজ সুন্নত।
সূত্র: কালের কণ্ঠ