তারাবির নামাজ ফরজ নয় - Shimanterahban24
May 29, 2023

Shimanterahban24

Online News Paper

তারাবির নামাজ ফরজ নয়

1 min read
হাদিস : উম্মুল মুমিনিন আয়েশা (রা.) বলেন, রাসুলুল্লাহ (সা.) এক রাতে মসজিদে নামাজ আদায় করছিলেন, কিছু লোক তাঁর সঙ্গে নামাজ আদায় করল। পরবর্তী রাতেও তিনি নামাজ আদায় করলেন এবং লোক আরো বেড়ে গেল। এরপর তৃতীয় কিংবা চতুর্থ রাতে লোকজন সমবেত হলেন; কিন্তু রাসুলুল্লাহ (সা.) বের হলেন না। সকাল হলে তিনি বললেন, তোমাদের কার্যকলাপ আমি লক্ষ্য করেছি। তোমাদের কাছে বেরিয়ে আসার ব্যাপারে শুধু এ আশঙ্কাই আমাকে বাধা দিয়েছে যে তোমাদের ওপর তা ফরজ হয়ে যাবে। আর ঘটনাটি ছিল রমজান মাসের তারাবি নামাজের। (সহিহ বুখারি, হাদিস : ১১২৯)

সংক্ষিপ্ত ব্যাখ্যা : মহানবী (সা.) উম্মতের প্রতি ছিলেন অত্যন্ত স্নেহশীল। তাঁর স্নেহ ও মমতার একটি দিক তিনি কখনো কখনো এমন আমল ছেড়ে দিতেন যা আল্লাহ ফরজ করেননি। কেননা তিনি আমল বিরামহীনভাবে করলে তা ফরজ হয়ে যাওয়ার সম্ভাবনা ছিল। এ ছাড়া সাহাবায়ে কেরাম (রা.) আল্লাহর রাসুল (সা.)-এর অনুসরণে সব সময় উদগ্রীব হয়ে থাকবেন। মহানবী (সা.) কেন চাইলেন তারাবির নামাজ ফরজ না হোক? উত্তর হলো, তারাবির নামাজ যদি ফরজ হয়ে যেত, তবে তা উম্মতের জন্য বেশি ভারী হয়ে যেত। উম্মতের কোনো ব্যক্তি তা ত্যাগ করলে তার পাপ হতো এবং পরকালে শাস্তি ভোগ করতে হতো। হানাফি মাজহাবে তারাবির নামাজ সুন্নত।

(আল-মাউসুয়াতুল হাদিসিয়্যাহ অবলম্বনে, মুফতি আতাউর রহমান)

সূত্র: কালের কণ্ঠ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright © All rights reserved. | Newsphere by AF themes.