স্টকহোমে সম্প্রীতির ইফতার মাহফিল
1 min readসুইডেনের স্টকহোমে সুইডিশ ইসলামিক ফেডারেশনের আয়োজনে সম্প্রীতির ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে মুসলিম, খ্রিস্টান এবং বৌদ্ধ সম্প্রদায়ের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
এ ব্যাপারে সুইডিশ ইসলামিক ফেডারেশনের চেয়ারম্যান তাহির আকান বলেন, পবিত্র রমজান বিভিন্ন ধর্ম ও সংস্কৃতির মানুষকে ভালোবাসার বার্তা দেয়।
তিনি আরো বলেন, আজ আমরা আমাদের খ্রিস্টান ও বৌদ্ধ বন্ধুদের সঙ্গে রমজানের ভালোবাসা বিনিময় করতে পেরে আনন্দিত। সমাজে সম্প্রীতি বজায় রাখার লক্ষ্যে সামনের দিনগুলোতে আমরা পরস্পর সংলাপ চালিয়ে যেতে চাই।
এ রকম একটি প্রাণবন্ত ইফতার মাহফিল ও নৈশভোজের আয়োজন করায় সুইডিশ ফেডারেশন অব ইসলামিক অ্যাসোসিয়েশনকে ধন্যবাদ জানান সুইডেনে নিয়োজিত তুরস্কের রাষ্ট্রদূত ইয়োনেট ক্যান তেজেল।
সূত্র : আনাদুলু এজেন্সি