আর মাত্র ২৫৯টি ঘরেই নেত্রকোণা হবে গৃহহীন মুক্ত - Shimanterahban24
May 29, 2023

Shimanterahban24

Online News Paper

আর মাত্র ২৫৯টি ঘরেই নেত্রকোণা হবে গৃহহীন মুক্ত

1 min read

মো. খোকন, নেত্রকোণা প্রতিনিধি :: প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ভূমিহীন-গৃহহীন পরিবারকে চতুর্থ পর্যায়ে জমি ও গৃহ হস্তান্তর কার্যক্রমের শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসন নেত্রকোণা।

অনুষ্ঠানে সদর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের হল রুম থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হন নেত্রকোণা জেলার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট অঞ্জনা খান মজলিশ।

সার্বিক তত্ত্বাবধানে ছিলেন নেত্রকোণা সদর উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা আক্তার। উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন নেত্রকোণা জেলার পুলিশ সুপার মোঃ ফয়েজ আহমেদ, জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট মোঃ আমিরুল ইসলাম, নেত্রকোণা সদর উপজেলা চেয়ারম্যান মোঃ আতাউর রহমান মানিক, মুক্তিযোদ্ধা সংসদের প্রাক্তন কমান্ডার, প্যানেল মেয়র, বীর মুক্তিযোদ্ধাগণ, সর্বোপরি প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্পের নেত্রকোণা জেলার উপকারভোগী জনগণের কিছু অংশ।

উল্লেখ্য, এই উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রধানমন্ত্রীর হাত ধরে নেত্রকোণা জেলার ৮টি উপজেলা ভূমিহীনমুক্ত (মদন উপজেলা পূর্বেই ভূমিহীনমুক্ত হয়েছে) ঘোষণা করা হয়েছে। ইতোমধ্যে ১ম, ২য়, ৩য়, ও ৪র্থ পর্যায়ের মোট ৩৯২৭টি ঘরের মধ্যে ১ম, ২য় ও ৩য় পর্যায়ে ইতোমধ্যে ২৪৬৬টি ঘরে পুনর্বাসন সম্পন্ন হয়েছে, ২২ মার্চে ১০৬৭টি ঘরে পুনর্বাসন সম্পন্ন হয়েছে এবং শেষ পর্যায়ে চলমান ঘরের সংখ্যা থাকবে ১৩৫টি। এরপর শুধুমাত্র খালিয়াজুরী উপজেলায় বাকী থাকা ২৫৯টি ঘরের কাজ সম্পন্ন হলেই নেত্রকোণা জেলা সম্পূর্ণভাবে ভূমিহীন ও গৃহহীনমুক্ত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright © All rights reserved. | Newsphere by AF themes.