লন্ডনে আয়াছ মিয়ার জীবন ও কর্মশীর্ষক স্মারকগ্রন্থের মোড়ক উম্মোচন - Shimanterahban24
June 4, 2023

Shimanterahban24

Online News Paper

লন্ডনে আয়াছ মিয়ার জীবন ও কর্মশীর্ষক স্মারকগ্রন্থের মোড়ক উম্মোচন

1 min read

লন্ডন টাওয়ার হ্যামলেটসের সাবেক স্পিকার এবং তিনবারের নির্বাচিত কাউন্সিলর বিশিষ্ট সমাজসেবক এবং মানবাধিকার কর্মী একাউন্টেন্ট কাউন্সিলর আলহাজ্ব মোহাম্মদ আয়াছ মিয়ার জীবন ও কর্মশীর্ষক বইয়ের মোড়ক উম্মোচন সফলভাবে সম্পন্ন হয়েছে।

গতকাল (২১ শে মার্চ ২০২৩) ইং লন্ডনের বাংলা টাউনে মাইক্রো বিজনিস পার্কে এক জাকজমকপূর্ন অনুষ্ঠানের মাধ্যমে এটা সম্পন্ন হয়। অনুষ্ঠানে রেকর্ড সংখ্যক বর্তমান ও সাবেক স্পিকার/ মেয়র, কাউন্সিলর, লেখক, সাংবাদিক, রাজনৈতিক, সামাজিক, কমিউনিটি নেতৃবৃন্দ, নবীন- প্রবীনদের এক মিলন মেলায় পরিনত হয়।

টাওয়ার হ্যামলেটসের সাবেক স্পিকার এবং সাবেক কাউন্সিলর, কমিউনিটি ব্যক্তিত্ব আহবাব হোসেনের সভাপতিত্বে এবং টাওয়ার হ্যামলেটস কেয়ারার এসোসিয়েশনের সাবেক সভাপতি ও জকিগঞ্জ এসোসিয়েশনের সাধারন সম্পাদক আবুল হোসেনের পরিচালনায় এবং হাফিজ মাহবুবুর রহমানের পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের বর্তমান স্পিকার কাউন্সিলর শাফি আহমদ,

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বার্কিং ও ডাগেনহাম কাউন্সিলের মেয়র ফারুক আহমেদ, গ্রেটার লন্ডন এসেম্বলি মেম্বার উমেশ দেশাই, ব্রেন্ট কাউন্সিলের সাবেক মেয়র, কাউন্সিলর পারভেস চৌধুরী,

ক্রয়েডন কাউন্সিলের সাবেক মেয়র, কাউন্সিলর শেরওয়ান চৌধুরী, টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের সাবেক স্পিকার আব্দুল মুকিত চুনু এমবিই, সাবেক স্পিকার খালেস উদ্দিন আহমেদ, সাবেক স্পিকার মিজান চৌধুরী, সাবেক স্পিকার রাজীব আহমদ, টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের সাবেক লিডার হেলাল উদ্দিন আব্বাস, বর্তমান লেবার লিডার এবং বিরোধী দলীয় নেতা কাউন্সিলর সিরাজুল ইসলাম,

বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব ও আপাসেনের প্রধান মাহমুদ হাসান, বার্কিং ও ডাগেনহাম কাউন্সিলের কেবিনেট মেম্বার কাউন্সিলর সৈয়দ ফিরুজ গনি, টাওয়ার হ্যামলেটেসের কাউন্সিলর সাবিনা খাঁন, কাউন্সিলর শাহবির হুসেন শুভ, সাবেক কাউন্সিলর – কাহার চৌধুরী, তারেক খাঁন, ওয়াইস ইসলাম, বিশ্বনাথ এডোকেশন ট্রাষ্টের ট্রেজরার আজম খাঁন, বাইতুল আমান মসজিদের চেয়ারম্যন সুপান আলী বারী, খতীব ও ওয়ান পাউন্ড হসপিটেলের ট্রেজারার মৌলানা সিরাজুল ইসলাম সাদ,

চ্যানেল এস টেলিভিশনের হেড অব প্রোডাকশন ফারহান মাসুদ খাঁন, যুক্তরাজ্য জাতীয় পার্টির সভাপতি এডভোকেট এবাদ হোসাইন, সিলেট জেলা প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক সামীর মাহমুদ, গ্লোবাল জালালাবাদ এসোসিয়েশনের আব্দুল বাসিত, রফিক হায়দার, মাসকুরা ফারহান, সাংবাদিক – আহাদ চৌধুরী বাবু, হেফাজুল করিম রাকীব, এনাম আহমাদ, খালেদ মাসুদ রনি,

আব্বাস-উজ জামান, সিহাব্বুজ্জামান কামাল, জহুরুল হক, শাহীন আহমদ, রেজাউল করিম মৃধা, বিশ্বনাথ এইডের সাধারন সম্পাদক সাংবাদিক জাকির হুসেন কয়েছ, বিশ্বনাথ উন্নয়ন সামাজিক ট্রাস্ট ইউ.কের সভাপতি মাহফুজুর রহমান রিপন, সাধারণ সম্পাদক মোঃ জিয়াউল হক জিয়া।
এছাড়া আরও উপস্তিত ছিলেন,

বাংলাদেশ শিক্ষক সমিতির সভাপতি মিসবা কামাল, স্থানীয় লেবার পার্টিক মহিলা নেত্রী নাজমা বেগম, হামিদা ইদ্রিস, কমিউনিটি ব্যক্তিত্ব মৌলানা আজমল আলী, মৌলানা রফিক আহমদ, আসিকুর রহমান, কাজী খালেদ, আব্দুল হালীম, আব্দুর রব রাজু, বিশিষ্ট ব্যবসায়ী সুনু মিয়া, তাজ উদ্দিন,

জায়েদুর রহমান চৌধুরী, ফারহান আহমদ, আব্দুল মুকিত, কামাল আহমদ, রেদওয়ান আহমদ, দিলু মিয়া, আনোয়ার মিয়া, আসহাদ আহমদ, রুহুল আমীন, মাহতাব আহমদ, মাসুম আহমেদসহ আরও অনেকেই উপস্তিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright © All rights reserved. | Newsphere by AF themes.