গোয়াইনঘাটে বিদ্যালয়ে পাঠদান ব্যহত: আসন সঙ্কট - Shimanterahban24
May 29, 2023

Shimanterahban24

Online News Paper

গোয়াইনঘাটে বিদ্যালয়ে পাঠদান ব্যহত: আসন সঙ্কট

1 min read

গোয়াইনঘাট প্রতিনিধি :: গোয়াইনঘাটে বিদ্যালয় নির্মাণের জন্য পূরানো ভবন ভেঙ্গে ফেলায় পাঠদানে বিপাকে পড়েছেন শিক্ষকরা। তিন শতাধীক শিক্ষার্থীদের নেই বসার স্হান। সংশ্লিষ্ট কর্তৃপক্ষসহ শিক্ষানুরাগীদের সহায়তা কামনা করছেন তারা।

গোয়াইনঘাটের বড়ঘোষা সঃ প্রাথমিক বিদ্যালয়ে নতুন ভবন নির্মাণের জন্য পূরাতন ভবন ভেঙ্গে ফেলায় কার্যক্রম চালাতে বিপাকে পড়ছেন শিক্ষক শিষ্কার্থীরা। বিদ্যালয়ে নতুন ভবন নির্মাণের জন্য পূরানো ভবন ভেঙ্গে ফেলায় মাত্র দুটি রুম বিশিষ্ট ভবনে অফিসসহ শ্রেণী কার্যক্রম চালাতে হয়।

এসএমসি ও এলাকার সহায়তায় সাময়িকী কার্যক্রম চালাতে আঙ্গিনায় একটি চালাঘর করে পাঠদান চললেও কালবৈশাখী আর বৃষ্টির কারণে মারাত্মক ঝুকিপূর্ণ হয়ে পড়েছে।

আগামী ২০২৪ সালের জুলাই সাসের পূর্ব পর্যন্ত চলবে নতূন ভবনের কাজ।

 

প্রধান শিক্ষক আইয়ূব আলী জানান শিক্ষার্থীদের পাঠ গ্রহণে দুশ্চিন্তায় রয়েছি। উপজেলা পরিষদের চেয়ারম্যান ও নির্বাহী অফিসার মহোদয়কে বিষয়টি অবহিত করেছি। অস্থায়ীভাবে একটি শ্রেণীকক্ষের প্রয়োজন। তিনি এ ব্যপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষসহ শিক্ষানুরাগী ব্যক্তিবর্গের সহায়তা কামনা করছেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright © All rights reserved. | Newsphere by AF themes.