ওমরাহ ও এ’তেকাফ সফরে যাচ্ছেন রশীদুর রহমান ফারুক
1 min read
আঞ্জুমানে হেফাজতে ইসলামের আমীর, মৌলভীবাজারের ঐতিহ্যবাহী শেখবাড়ী জামিয়ার মুহতামিম ও শাইখুল হাদীস আল্লামা মুফতি মুহাম্মদ রশীদুর রহমান ফারুক বর্ণভী হাফিজাহুল্লাহর (পীর সাহেব বরুণা) আজ ২০ শে মার্চ ওমরাহ ও এতেকাফের সফরে যাচ্ছেন।
পীর সাহেব বরুণার সাহেবযাদা, শেখবাড়ী জামিয়ার মুঈনে মুহতামিম ও সিনিয়র মুহাদ্দিস শেখ সা’দ আহমদ আমীন বর্ণভী, আঞ্জুমানের প্রকাশনা সম্পাদক মাওলানা শাব্বীর আহমদ ফতেহপুরী সহ বড় একটি কাফেলা হযরতের সফরসঙ্গী হিসেবে থাকছেন।
রমজান শরীফের শেষ দশকে মক্কা শরীফে হযরতের সাথে প্রায় কয়েক শতাধিক লোক এতেকাফ পালন করবে।
যানা গেছে মক্কা মদীনার পবিত্র ভূমিতে পীর সাহেব বরুণার শুভাগমনকে কেন্দ্র করে সৌদিতে অবস্থানরত পীর সাহেব বরুণার খোলাফা, মুরীদান, হিতাকাঙ্ক্ষী ও সর্বস্তরের বাংলাদেশীদের মাঝে বিপুল উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে। মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ ও ইংল্যান্ড থেকে পীর সাহেব বরুণার বহু শুভাকাঙ্খী মক্কা মদীনায় মোবারক এই কাফেলার সাথে যুক্ত হবেন।