March 20, 2023

Shimanterahban24

Online News Paper

গোয়াইনঘাটে কৃষি বিভাগের ভূমি বেদখলে মাছ-মাংসের দোকান: সেবাবঞ্চিত কৃষকরা

1 min read

গোয়াইনঘাট প্রতিনিধি :: গোয়াইনঘাটে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বীজঘরের সামনা একটি প্রভাশালী চক্রের বিভিন্ন দোকানে পরিণত থাকায় কৃষকদের সেবা গ্রহণ বিঘ্নত হচ্ছে। সরকারী কার্যক্রমের সুষ্ট পরিচালনা করতে জমি দখলমুক্ত করতে প্রশাসনের নিকট আবেদন করেছেন উপসহকারী কৃষি কর্মকর্তা।

গত ১ মার্চ উপজেলা নির্বাহী অফিসার ও কৃষি সম্প্রসারণ কর্মকর্তা বরাবরে দেয়া আবেদনে উল্লখ করা হয় উপজেলার সব্জি চাষের অন্যতম এলাকা পূর্ব জাফলং ইউপি। চৈলাখেল ২য় খন্ড মৌজার ৮৯১ নং দাগে ০৬ শতক এ্যারিয়া নিয়ে কৃষি অধিদপ্তরের বীজঘর রয়েছে। যেখান থেকে কৃষি বিষয়ে কৃষকরা জরুরী সেবা পরামর্শ গ্রহণ করেন।

কিন্তু বীজঘরের প্রবেশপথসহ সামনা কিছু প্রভাবশালীমহল মাছ মাংস মাদকসহ বিভিন্ন দোকান বসিয়ে অবৈধভাবে ব্যবসা করছে সরকারী কার্যক্রম ব্যহত করে। তাদের বাধা দিলেও কোনা তওয়াক্কা করছে না। এছাড়া দোকানের মাছ মাংসের উচ্ছিষ্ট অংশসহ দোকানের ময়লা আবর্জনার দূরগন্ধময় পরিবেশে সরকারী সেবা প্রাদান বিঘ্নিতসহ দূষিত হচ্ছে পরিবেশ। শিক্ষার্থীসহ সাধারণ মানুষের যাতায়াতও কষ্টদায়ক হচ্ছে।

 

এ ব্যাপারে জানতে চাইলে ইউএনও তাহমিলুর রহমান আবেদন প্রাপ্তি স্বীকার করে বলেন এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্হা নেয়া হচ্ছে।

কৃষিবীদ রায়হান পারভেজ রণী বলেন, আমি আবেদন পেয়েছি,জেলাতে পাঠানো হবে, উর্ধতন কর্তৃপক্ষ এ ব্যাপারে ব্যবস্হা গ্রহণ করবেন।

তিনি বলেন, আমাদের পূর্ব আলীরগাঁও বীজঘর উদ্ধারের জন্য মামলাও রয়েছে। জানা যায় কৃষি বিভাগের বীজঘরগুলো প্রভাবশালী চক্রের জবর দখলে থাকায় সরকারী কার্যক্রম ব্যহত হচ্ছে, সরকারী কর্মকর্তারা বাধা দিতে গিয়ে লঞ্চিত হচ্ছেন। বীজঘরের সামনা দখল করে মাদকসহ বিভিন্ন প্রতিষ্ঠান গড়ে উঠেছে। সরকারী কার্যক্রম সুষ্টবাস্তবায়নে বীজঘরের জমি দখলমুক্ত করতে সংশ্লিষ্টদের সদয় দৃষ্টি কামনা করছেন উপসহকারী কৃষিকর্মকর্তা আব্দুল্লাহ আল জাবির।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright © All rights reserved. | Newsphere by AF themes.