আঞ্জুমান গোয়াইনঘাট উপজেলা কমিটি পুনর্গঠন: রফিক সভাপতি ও আখলাক সেক্রেটারী
1 min read
আঞ্জুমানে তা’লীমুল কুরআন বাংলাদেশ সিলেট গোয়াইনঘাট উপজেলা শাখা পুনর্গঠনের লক্ষে আজ ১১ মার্চ বেলা ২টায় হাদারপার মাদ্রাসায় এক ফুযালা সমাবেশ অনুষ্ঠিত হয়। শাখা সভাপতি মাওলানা ক্বারী রফিকুল ইসলাম মহল্লীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা ক্বারী আখলাকুল আম্বিয়ার পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মাওলানা ক্বারী ইমদাদুল হক।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, আঞ্জুমান সিলেট জেলা সাধারণ সম্পাদক মাওলানা ক্বারী হিফজুর রহমান, উপজেলা উপদেষ্টা ও হাদারপার মাদ্রাসার মুহতামিম মাওলানা আবু হানিফা, গুরকচি মাদ্রাসার মুহতামিম মাওলানা মুশতাক আহমদ, কুপারবাজার আল-মদীনা মাদ্রাসার মুহতামিম মাওলানা বিলাল আহমদ প্রমুখ।
উপদেষ্টা পরিষদের পরামর্শ ও উপস্থিত ফুযালাদের স্বতঃস্ফূর্ত মতামতের ভিত্তিতে পুনর্গঠিত উপজেলা কমিটি (২০২৩-২৪ সেশন) ঘোষণা করেন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মাওলানা ক্বারী ইমদাদুল হক। কমিটির দায়িত্বশীলরা হলেন-
উপদেষ্টা পরিষদঃ
মাওলানা আবু হানিফা, মাওলানা ফরিদ উদ্দীন কয়েছ, মাওলানা শামছুদ্দীন মুহাম্মদ ইলিয়াস, মাওলানা মুশতাক আহমদ, মাওলানা আব্দুর রহমান, মাওলানা ক্বারী গোলাম আম্বিয়া কয়েছ (ভাইস চেয়ারম্যান), মাওলানা শরীফ আহমদ, মাওলানা বিলাল আহমদ।
কার্যনির্বাহী পরিষদেঃ
সভাপতি: মাওলানা ক্বারী রফিক আহমদ মহল্লী।
সহ-সভাপতি: মাওলানা ক্বারী শিহাব উদ্দীন, মাওলানা ক্বারী নাছির উদ্দীন, মাওলানা ক্বারী আব্দুল কাদির, মাওলানা ক্বারী ফখরুল ইসলাম।
সাধারণ সম্পাদক: মাওলানা ক্বারী আখলাকুল আম্বিয়া।
সহ-সাধারণ সম্পাদক: মাওলানা ক্বারী আব্দুল হাফিয, মাওলানা ক্বারী আব্দুল মজীদ, মাওলানা ক্বারী সাইফুর রহমান।
সাংগঠনিক সম্পাদক: মাওলানা ক্বারী জাকির হোসাইন। সহ-সাংগঠনিক সম্পাদক: মাওলানা ক্বারী কুতুব উদ্দীন।
প্রশিক্ষণ সম্পাদক: মাওলানা ক্বারী সাঈদ বিন বশীর। সহ-প্রশিক্ষণ সম্পাদক: মাওলানা ক্বারী আইয়ূব আলী।
প্রকাশনা সম্পাদক: মাওলানা ক্বারী আব্দুল হক। সহ-প্রকাশনা সম্পাদক: মাওলানা ক্বারী হুসাইন আহমদ।
প্রচার সম্পাদক: মাওলানা ক্বারী ইকরামুল হক জাবের। সহ-প্রচার সম্পাদক: মাওলানা ক্বারী আব্দুল্লাহ আল-মানার।
সদস্য: মাওলানা ক্বারী সালমান তায়্যিব, মাওলানা ক্বারী আবুল কাসেম, মাওলানা ক্বারী আলীমুদ্দীন।
সমাবেশে রাবে জামাতের নির্বাচনী পরীক্ষায় উত্তীর্ণ মেধাবীদের মাঝে বৃত্তি ও পুরস্কার বিতরণ, মারকাযী পরীক্ষায় অংশগ্রহণকারী কেন্দ্রসমূহে গেজেট বিতরণ এবং উন্মুক্ত পরামর্শ গ্রহণের মাধ্যমে সমাগত রমজানে ক্বিরাআত প্রশিক্ষণ সুষ্ঠু পরিচালনার নিমিত্তে বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করা হয়।
পরিশেষে সভাপতির সমাপনী বক্তব্য ও জেলা সাধারণ সম্পাদকের মোনাজাতের মাধ্যমে সমাবেশ সমাপ্ত হয়।
প্রচার সম্পাদক ক্বারি মাওলানা ইকরামুল হক জাবের কর্তৃক প্রকাশিত।