মিশিগান স্টেইট যুবলীগ আয়োজিত সরোয়ার হোসেইন সংবর্ধিত
1 min read
শফিক রহমান (ভয়েস অব মিশিগান ইউএসএ) :: গত২৬ ফেব্রুয়ারী, রোববার রাত ৯ টায় হ্যামট্রামিক সিটির কাবাব হাউসে মিশিগান স্টেইট যুবলীগের উদ্যোগে জননেত্রী শেখ হাসিনার আস্থাভাজন ও কানাডা আওয়ামীলীগের প্রতিষ্ঠাতা সভাপতি ও বিয়ানীবাজার ও গোলাপগঞ্জের আগামী সংসদ নির্বাচনে মনোনয়ন প্রত্যাশী জননেতা সরেয়ার হোসেইনকে সংবর্ধনা প্রদান করা হয়।
অনুষ্ঠান স্থলে উপস্থিত হলে সংবর্ধিত অতিথিকে ফুল দিয়ে শুভেচ্ছা ও স্বাগত জানান নেতৃবৃন্দ। মিশিগান স্টেইট যুবলীগের সাধারণ সম্পাদক ফরহাদ আহমদ গুলজারের সভাপতিত্বে ও মিশিগান স্টেইট ছাত্রলীগের সভাপতি আওলাদ হোসেন মামুনের উপস্থাপনায় পবিত্র কোরআান থেকে তেলাওয়াত করেন এমদাদুর রহমান টিপু।
এতে বক্তব্য রাখেন মিশিগান স্টেইট আওয়ামীলীগের সভাপতি ফারুক আহমদ চান ও তথ্য ও গবেষণা সম্পাদক মাহবুবুল আলমগীর, বঙ্গবন্ধু পরিষদের সভাপতি ইঞ্জিনিয়ার আহাদ আহমদ ও সহ-সভাপতি মতিউর রহমান শিমু ও সাধারণ সম্পাদক আলী আহমদ ফারিস, বাংলাদেশ এসোসিয়েশন অব মিশিগান (বাম) এর সভাপতি জাভেদ চৌধুরী, মিশিগান স্টেইট যুবলীগের প্রচার সম্পাদক আবেদ আহমদ মনসুর, সমাজকল্যাণ সম্পাদক হৃদয় আহমেদ, দপ্তর সম্পাদক জনি দেব, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক কেনি দত্ত, কার্যনির্বাহী সম্পাদক ফাহিম আহমদ, গেলাপগঞ্জ উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি হাসান আহমদ তারেক গোলাপগঞ্জ উপজেলা ছাত্রলীগের আমিনুল ইসলাম তুষার।
সংবিত অতিথি তার বক্তব্যে জননেত্রী ও দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে পদ্মাসেতু-মেট্রোরেলসহ চিকিৎসা সেবা ও যোগাযোগ উন্নয়নসহ বিভিন্ন উন্নয়নে তিনি সারা বিশ্বে প্রশংসিত হয়েছেন।
এই উন্নয়নে ঈর্ষান্বিত হয়ে বিএনপি-জামাত বিভিন্ন জালাও পুড়াও আন্দোলন করছে। তিনি তাদেরকে প্রতিহত করে চলমান উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার অনুরোধ জানান ও আগামী সংসদ নির্বাচনে আওয়ামীলীগ সরকার গঠনে বঙ্গবন্ধু সৈনিকদের ডিজিটাল বাংলাদেশের উন্নয়নে দেশে ও প্রবাসে সবাইকে একতাবদ্ধ হয়ে কাজ করার অনুরোধ জানান ও আগামী সংসদ নির্বাচনে তিনি বিয়ানীবাজার ও গোলাপগঞ্জ আসন থেকে নির্বাচন করবেন বলেও জানান।
তিনি আরও বলেন, বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের মত তার এলাকায় আশানুরূপ কোন উন্নয়ন হয়নি। তিনি বলেন, বিগত দিনে আমি বিভিন্ন মন্ত্রণালয় থেকে বিভিন্ন উন্নয়নে সহযোগিতা করেছি। তিনি চলমান উন্নয়নকে আরও এগিয়ে নিতে জনগণের সেবক হয়ে কাজ করতে চান। সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছেন ও আগামী সংসদ নির্বাচনে দেশে ও বিদেশের সবাইকে সাহায্য সহযোগিতার জন্যে অনুরোধ জানান। এবং মিশিগান স্টেইট যুবলীগ, ছাত্রলীগ ও বিভিন্ন অঙ্গ সংগঠনের কার্যক্রমকে আরও এগিয়ে নিতে সকল নেতৃবৃন্দেরকে অনুরোধ জানান। এতে মিশিগানের বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক অঙ্গনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।