এসএমপি কমিশনারের সাথে বাংলাদেশ প্রেসক্লাব সিলেটের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
1 min read
নিজস্ব প্রতিবেদক :: সিলেট মেট্রোপলিটন পুলিশের নব নিযুক্ত পুলিশ কমিশনার মো. ইলিয়াছ শরীফ বিপিএম (বার) পিপিএম-এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ প্রেসক্লাব (রেজি.নং-৯৮৭৩৬/১২) সিলেট জেলা শাখার নেতৃবৃন্দ।
সোমবার বেলা আড়াইটার দিকে নগরের উপশহরস্থ পুলিশ কমিশনারের কার্যালয়ে তারা সৌজন্য সাক্ষাৎ ও মতিবিনময় করেন। এসময় সিলেটের আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের ভূমিকাসহ গুরুত্বপূর্ণ বিষয়ে উভয় পক্ষের মধ্যে আলোচনা হয়।
সাক্ষাতকালে উপস্থিত ছিলেন- বাংলাদেশ প্রেসক্লাব সিলেট জেলা শাখার সভাপতি সভাপতি নাঈমুর রহমান নাঈম, সাধারণ সম্পাদক আব্দুল খালিক, সিনিয়র সহ সভাপতি শেখ সেলিম উদ্দিন আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ মুহিবুর রহমান মিছলু, আহসান হাবিব লায়েক, দপ্তর সম্পাদক রুহুল আমিন তালুকদার, আন্তর্জাতিক সমন্বয়ক মো. হাবিবুর রহমান, সহ সাংগঠনিক সম্পাদক আবুল হোসেন খাঁন, সহ-প্রচার সম্পাদক মোঃ মাহবুব ইকবাল মুন্না, সহ-ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ আবু তালহা তোফায়েল।