গোয়াইনঘাটের আলীরগ্রামে জনসচেতনতা মূলক সভা
1 min read
গোয়াইনঘাট প্রতিনিধি :: বাল্য বিবাহ রোধে শিক্ষার প্রয়োজন। শিক্ষার্জনের মাধ্যমে নিজেকে যোগ্য করে নিজেদের অধীকার প্রতিষ্টা করে সকলের সচেতনতায় আলীরগ্রামকে আদর্শ গ্রামে পরিনত করতে আমার সহযোগিতা থাকবে, আপনারা এগিয়ে আসতে হবে।
গোয়াইনঘাটের আলীরগ্রামে ১২ নং সদর ও ওয়ার্ল্ডভিশনের সহযোগিতায় ” বাল্যবিবাহমুক্ত গ্রাম” উদ্যোগ বাস্তবায়নে সচেতনতামূলক সভায় প্রধান অতির বক্তব্যে ইউএনও তাহমিলুর রহমান কথাগুলো বলেন।
৪ মার্চ সকাল ১০টায় আলীরগ্রাম ঈদগাহ মাঠে চেয়ারম্যান গোলাম রব্বানী সুমনের সভাপতিত্বে সুলতান আহমদের সঞ্চালনায় বক্তব্য রাখেন এ্যারিয়া ম্যানেজার সেবাস্টিন আরেং, সাংবাদিক আব্দুল মালিক, জিল্লুর রহমান, স্বাগত বক্তব্য রাখেন নূরুল হুদা।
চেয়ারম্যান সুমন বলেন, আর্থিক কারনে কোন শিশুর শিক্ষা যেন বন্ধ না হয় আমরা এব্যপারে সহযোগিতা করবো, এই সভার বিষয়ে আমাকে পূর্বে জানানো হলে ভালো হতো। তিনি গ্রামবাসীর পক্ষেপ্রধান অতিথির প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। বাল্যবিবাহ বন্ধে উপস্হিতি সকলেই ঐক্যবদ্ধভাবে বাল্যবিবাহমুক্ত গ্রাম করতে ওয়াদা করেন।
সভায় মেম্বার কামালউদ্দি,গ্রামের মুরব্বি মোহাম্মদ আালী,মুহিবুররহমান জমসেদ আলী আফতাবউদ্দিন উপস্হিত ছিলেন।সভায় কিশোর কিশোরী ও ‘মা’দের উপস্হিতি ছিল অভূতপূর্ব।