আগামীকাল গোয়াইনঘাটে আসছেন জুনায়েদ-আফেন্দীসহ খ্যাতিমান ওয়ায়েজগণ - Shimanterahban24
March 29, 2023

Shimanterahban24

Online News Paper

আগামীকাল গোয়াইনঘাটে আসছেন জুনায়েদ-আফেন্দীসহ খ্যাতিমান ওয়ায়েজগণ

1 min read

সীমান্ত ডেস্ক :: আগামীকাল ৫ মার্চ (রবিবার) গোয়াইনঘাটে আসছেন দেশের নন্দিত ও খ্যাতিমান ওয়ায়েজগণ।

গোয়াইনঘাট উপজেলা বাজারের পার্শ্ববর্তী লেঙ্গুড়া গ্রামের পরিচিত সামাজিক সংগঠন আশ-শাবাব ইসলামী সংঘের ৩য় বার্ষিক তাফসিরুল কুরআন মাহফিলে দেশবিখ্যাত নন্দিত ৫জন মুফাসসিরে কুরআন আসছেন বলে নিশ্চিত করেছেন তাফসির মাহফিল আয়োজন কমিটি।

সদ্য কারামুক্ত ৩জন ওয়ায়েজ মাওলানা জুনায়েদ আল হাবীব, শায়খুল হাদীস মঞ্জুরুল ইসলাম আফেন্দি ও মাওলানা হাবিবুল্লাহ মাহমুদ কাসেমী তাশরিফ আনবেন। তাছাড়া দেশবিখ্যাত আরও দু’জন ওয়ায়েজ শায়খুল হাদীস ইবনে শায়খুল হাদীস তাফহিমুল হক হবিগঞ্জী ও মুফতি ফয়জুল্লাহ নোমানীও তাফসির পেশ করবেন।

আশ-শাবাবের এই তাফসির মাহফিল নিয়ে গোটা উপজেলায় অন্যরকম এক আমেজ দেখা যাচ্ছে। জনমনে উৎসাহ উদ্দীপনা লক্ষ্যণীয়।

তাফসির মাহফিলের সৌন্দর্য বর্ধিত করবেন গোয়াইনঘাটে প্রাচীন ও বৃহৎ মাদ্রাসা দারুসসালাম লাফনাউট মাদ্রাসার শায়খুল হাদীস আল্লামা মাহমুদুল হাসান রায়গড়ি ও গোয়াইনঘাটের কৃতি সন্তান সিলেট কাজিরবাজার মাদ্রাসার শায়খুল হাদীস আহমদ আলী চিল্লা; এই দুই বুজুর্গ আলেম।

তাফসির মাহফিলে সভাপতিত্ব করবেন দেশের সর্বজন শ্রদ্ধেয় খলিফায়ে ফেদায়ে মিল্লাত আব্দুল খালিক শায়খে চাক্তা ও মাওলানা কবির আহমদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright © All rights reserved. | Newsphere by AF themes.