গোয়াইনঘাটে বিদ্যালয়ে ঝুঁকিপূর্ণ বৈদ্যুতিক খুটি: ঘটছে দুর্ঘটনা
1 min read
গোয়াইনঘাট প্রতিনিধি :: গোয়াইনঘাটের তোয়াকুল বাজার উচ্চবিদ্যালয়ের ভবন সংলগ্ন বৈদ্যুতিক খুটি এখন শিক্ষক শিক্ষার্থীদের আতংকে পরিণত হয়েছে, ঘটছে দূর্ঘঠনা। সুবিদাজনকভাবে খুটিটি স্থাপনে পবিসের হস্তক্ষেপ কামনা করছেন শিক্ষক শিক্ষার্থীসহ সচেতন মহল।
গোয়াইনঘাট উপজেলার তোয়াকুল বাজার উচ্চ বিদ্যালয় ভবনের পাশ দিয়ে টানা হয়েছে বৈদ্যুতিক তার,খুটি ও খুটির টানা তার। যার ফলে অর্ধ সহস্রাধীক শিক্ষার্থী, শিক্ষকদের ভবনে প্রবেশও বাহিরে বিড়ম্বমায় পড়তে হচ্ছে। খুটিটি (খাম্বা) বিদ্যালয়ের শিক্ষার্থীর ক্রীড়া কার্যক্রমসহ জাতীয় দিবসে শহীদ মিনারের কার্যক্রমে বিঘ্ন সৃষ্টি করছে। শিক্ষার্থীরা ক্লাশে প্রবেশ ও বাহির হতে খুটির সাথে ধাক্কা লেগে, টানা তারে হুচুট খেয়ে আহত হচ্ছে।
কিছুদিন পূর্বে প্রধান শিক্ষক আব্বাস উদ্দিন দূর্ঘঠনার শিকার হন। এ ছাড়া খুটির টানা তারে বিদ্যুৎ আর্থিং হয়ে বড় ধরনের দূর্ঘঠনার আতংকে রয়েছেন শিক্ষার্থী অভিভাবকরা। খুটিটি সরানোর আবেদন প্রধান শিক্ষক করেছিলেন কিন্তু পবিসের নিতীমালায় ব্যয় বহনের ক্ষমতা বিদ্যালয়ের না থাকায় ঝুঁকিপূর্ণ অবস্থায় শিক্ষা কার্যক্রম চালাতে হচ্ছে।
শিক্ষক শিক্ষার্থীসহ এলাকাবাসির প্রত্যাশা সিলেট পবিস -২ দূর্ঘঠনা রোধে ও বিদ্যালয়ের কার্যক্রম নির্ভিগ্নে চালাতে জরুরীভাবে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে আন্তরীক হবেন।