মিশিগানে চবি এলামনাই এসোসিয়েশনের মহান মাতৃভাষা দিবস উদযাপন
1 min read
শফিক রহমান (ভয়েস অব মিশিগান ইউএসএ) :: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশন অব মিশিগানের উদ্যোগে মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে তাদের নিজস্ব কার্যালয়ে অস্থায়ী শহীদ মিনারে রাত ১২ টা ১ মিনিটে পুষ্পস্তবক অর্পণ করে বীর শহীদদের সম্মান প্রদর্শন করেছেন।
এতে বাংলাদেশ এসোসিয়েশন অব মিশিগান বাম, চট্টগ্রাম সমিতি মিশিগান, হবিগঞ্জ জেলা এসোসিয়েশন অব মিশিগান ও গোলাপগঞ্জ হেল্পিং হ্যান্ডস অব মিশিগানের নেতৃবৃন্দ ও ভাষা সৈনিকদের প্রতি ফুল দিয়ে বিনম্র শ্রদ্ধা জানায়। পরে এক সংক্ষিপ্ত আলোচনা সভাও অনুষ্ঠিত হয়। এসোসিয়েশনের যুগ্ম সাধারণ সম্পাদক ইব্রাহীম জাভেদ চৌধুরীর উপস্থাপনায় এতে আলোচনায় অংশ নেন উদযাপন কমিটির আহ্বায়ক আমিনুর রশিদ চৌধুরী কাপ্তান ও এসোসিয়েশনের সভাপতি সৈয়দ মঈন দিপু, মোহাম্মদ আফতাব ও লুৎফুল বারী নিওনসহ নেতৃবৃন্দ।
বক্তারা মহান ভাষা সৈনিক ছালাম, রফিক, বরকত, জব্বারসহ বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, তাঁদের আত্মত্যাগের মাধ্যমে আজ আমরা বাংলা ভাষা পেয়েছি। তারা তাদের এসোসিয়েশনের বিভিন্ন কার্যক্রম তুলে ধরে বলেন, কম্পিউটার ও আইটি প্রশিক্ষণের মাধ্যমে এখানে বসবাসরত কমিউনিটির যুবক-যুবতীরাসহ ভ্রমণে আসা ছাত্র-ছাত্রীদেরকেও এই সুযোগ গ্রহণ করতে উপস্থিত সকল নেতৃবৃন্দেরকেও তারা জানান। তারা এই প্রশংসনীয় উদ্যোগের জন্য এসোসিয়েশনের নেতৃবৃন্দেরকেও ধন্যবাদ জানান।
এতে মিশিগানের বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।