ছাত্র জমিয়তের কেন্দ্রীয় সেক্রেটারির সিলেট সফর ও জেলা-মহানগর নেতৃবৃন্দের সাথে মতবিনিময়
1 min read
২২ ফেব্রুয়ারী (বুধবার) বন্দরবাজারস্থ জমিয়ত কার্যালয়ে ছাত্র জমিয়ত বাংলাদেশের সাধারণ সম্পাদক কাউসার আহমদের সাথে সিলেট জেলা ও মহানগর ছাত্র জমিয়ত নেতৃবৃন্দ মতবিনিময় করেন।
কাউসার আহমদ ছাত্র জমিয়ত বাংলাদেশের কেন্দ্রীয় সেক্রেটারি নির্বাচিত হওয়ার পর বুধবার (২২ ফেব্রুয়ারী) প্রথম সিলেট সফর করেন এবং সিলেট রেলস্টেশনে জেলা সভাপতি আব্দুল হামিদ খাঁন তাকে অভ্যর্থনা জানান।
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন, শাখা সভাপতি আব্দুল হামিদ খান। শাখা সাধারণ সম্পাদক লুকমান হাকিমের পরিচালনায় মতবিনিময় বৈঠকে উপস্থিত ছিলেন ছাত্র জমিয়তের সহ-সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগীয়) আমিনুল ইসলাম, জেলা ছাত্র জমিয়তের প্রচার সম্পাদক আবু তালহা তোফায়েল, জেলা শাখার আলিয়া মাদ্রাসা বিষয়ক সম্পাদক আবুল কাশেম ও হাফিজ কাওসার আমিন-সহ প্রমুখ।

এবং পরবর্তীতে মহানগর ছাত্র জমিয়তের সভাপতি আবুল খয়েরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নুরুল ইসলামের পরিচালনায় মতবিনিময়ে উপস্থিত ছিলেন মহানগর জমিয়তের ছাত্র বিষয়ক সম্পাদক লুৎফুর রহমান, জেলা যুব জমিয়তের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, মহানগর ছাত্র জমিয়তের প্রচার সম্পাদক সাজ্জাদ হোসেন রুমন, অর্থ সম্পাদক মাহবুবসহ মহানগর নেতৃবৃন্দ।
মতবিনিময় সভায় উপস্থিত সবাই সংগঠনের সাধারণ সম্পাদকের সিলেট সফরকে অভিনন্দন জানান। সাংগঠনিক মতবিনিময়ে বিশেষভাবে আলোচিত হয়:
১. স্তরভিত্তিক প্রশিক্ষণ কর্মশালা। ২. জোরালো প্রচার বিভাগ। ৩. দেশব্যাপী চেইন। ৪. ফান্ড কালেকশন। ৫. রশিদ-ভাউচার ছাপানো ও তৃণমূলে ছড়িয়ে দেয়া। ৭. সাংগঠনিক শাখাগুলোকে অডিটের আওতায় আনা। ৮. পেশাদারিত্বের সাথে সংগঠন করা। ৯. সিলেবাস প্রকাশ। ১০. গঠনতন্ত্র।
কর্মীদের মতামত কাউসার আহমদ গুরুত্ব দিয়ে শুনেন এবং বলেন, গত নেতৃত্ব সংগঠনকে যে স্তরে রেখে গেছেন সেখান থেকেই আমাদের কাজে শুরু। আজকের আলোচিত বিষয়েই বর্তমানের সাংগঠনিক কাজ। সকলের সহযোগিতা ও উৎসাহের ভিত্তিতে আমরা সকলে সংগঠনকে কাঙ্ক্ষিত সেই নিয়ে যেতে হবে। ইনশাআল্লাহ।