মাতৃভাষা দিবস উপলক্ষে মৃধা ফাউন্ডেশনের এ্যাওয়ার্ড প্রদান
1 min read
শফিক রহমান (ভয়েস অব মিশিগান ইউএসএ) :: আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে আজ বেলা সাড়ে ৪ টায় ওয়ারেন সিটির মৃধা বেঙ্গলী কালচারাল সেন্টারে ডা. দেবাশীষ মৃধা ও তার সহধর্মিণী চিনু মৃধা প্রতিষ্ঠিত মৃধা ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে মিশিগানের প্রেস ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত ১৮ জন সাংবাদিককে সংবাদ পরিবেশনে বিশেষ অবদানের জন্য সম্মাননা প্রদান করা হচ্ছে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বীর মুক্তিযোদ্ধা ও অবঃ ডা. সৈয়দ শওকত হোসেন।
অনুষ্ঠান উদ্বোধন করবেন ডা. দেবাশীষ মৃধা ও তার সহধর্মিণী সংগীত শিল্পী চিনু মৃধা।
এতে সংশ্লিষ্ট সবাইকে বিশেষভাবে আমন্ত্রণ জানিয়েছেন আয়োজকবৃন্দ ও অনুষ্ঠান সফল ও সুন্দর করতে সকলের সহযোগিতা ও উপস্থিতি কামনা করছেন তারা।