গোয়াইনঘাটে কোপাকাপ ফুটবল টুর্নামেন্টে বিজয় ট্রফিতে চমুখেলো টাইগাররা
1 min read
গোয়াইনঘাট প্রতিনিধি :: গোয়াইনঘাটে পর্নানগর যুব সমাজ আয়োজিত কোপালীগ ফুটবল টুর্নামেন্টের চুড়ান্তপর্বে বিজয় ট্রফিতে চমুখেলো পূর্নানগর টাইগারদল।ল
টুর্নামেন্টের চুড়ান্ত পর্বের খেলা শুক্রবার বিকেল সোয়া ৪ টায় পূর্নানগর মাঠে অনুষ্ঠিত হয়। খেলায় পুর্নানগর বেঙ্গল ও টাইগার দল মুখোমুখি হলে এক শুন্য গোলে টাইগার দল শীরোপা জিতে নেয়। খেলা শেষে বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক, ক্রীড়াবীদ চেয়ারম্যান গোলাম কিবরিয় হেলাল।
তিনি যুব সমাজের এই সুন্দর আয়োজনের প্রশংসা করে বলেন, খেলাধুলোর মাধ্যমে আমাদের যুবসমাজকে নানা প্রকার অপরাধ প্রবনতা থেকে রক্ষা করা সম্ভব।
সুস্হ মনমানসিকতার বিকাশে সুস্হ বিনোদনের প্রয়েজন রয়েছে, এমন কাজে আমি পাশে আছি থাকবো।
সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঠিকাদার জিয়াউর রহমান সুজন, সাংবাদিক আব্দুল মালিক, খালেদ আহমদ আঃ গনি,ও গ্রামের বিশিষ্ট ব্যক্তিবর্গ।