গোয়াইনঘাটে ওয়ার্ল্ডভিশনের সভা
1 min read
গোয়াইনঘাট প্রতিনিধি :: নিরাপদ বিশুদ্ধ পানির উৎস তৈরী ও রক্ষনাবেক্ষনে সচেতনতা প্রয়েজন। আর জনসচেনতায় মিডিয়া গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।তাদের সচেতনতামূলক লিখনীর মাধ্যমে সমাজে পরিবর্তন আসে।
ওয়াস প্রজেক্ট ওয়ার্ল্ডভিশন গোয়াইনঘাট এপির আয়োজনে “জনসচেতনতায় মিডিয়ার গুরুত্ব ” বিষয়ে সভা ২৩ ফেব্রুয়ারী সকাল ১১টায় প্রেসক্লাবে অনুষ্ঠিত হয়।প্রেসক্লাব সভাপতি আব্দুল মতিনের সভাপতিত্বে সভায় ওয়াস প্রজেক্টের উদ্দেশ্য,বাস্তবায়ন নিয়ে বিস্তারিত আলোচনা রাখেন প্রকল্প সমন্বয়ক নিরাপদ পানি মোঃ তৌহিদুল ইসলাম,প্রকল্প অফিসার রবীন্দ্র যকোব ত্রিপুরা।
সভায় মিডিয়া কর্মীরা প্রকল্ল বাস্তবায়নে তাদের মতামত ব্যক্ত করেন। সভায় প্রেস ক্লাবের সদস্যবৃন্দ ও প্রজেক্টের মাঠ পর্যয়ের কর্মচারীরা অংশ গ্রহন করেন।