গোয়াইনঘাটে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত
1 min read
গোয়াইনঘাট প্রতিনিধি :: গোয়াইনঘাটে ব্যাপক কর্মসূচি পালনের মাধ্যমে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৩ পালিত হয়েছে।মঙ্গলবার দিবসের প্রথম প্রহরে উপজেলা প্রশাসন,পরিষদ,মুক্তিযুদ্ধাসং সদ,থানা পুলিশ উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গসংগঠন, জাতীয়তাবাদীদল গোয়াইনঘাট উপজেলা শাখা,বিভিন্ন শিক্ষ প্রতিষ্ঠান, উপজেলা কর্মচারী সমিতি, গোয়াইনঘাট উপজেলা সাহিত্য ও সংস্কৃতি পরিষদসহ বিভিন্ন সমাজিক সাংস্কৃতিক সংগঠন,ব্যক্তি ভাষা শহীদের স্মরণে শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ করে।
সকালে অনুষ্ঠিত হয় প্রভাত ফেরী। সকাল ১১টায় অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও বিভিন্ন প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ।
সভায় ইউএনও তাহমিলুর রহমানের সভাপতিত্বে দিবসের ইতিহাস তুলে ধরে বক্তব্য রাখেন অফিসার ইনচার্জ কেএম নজরুল,মুক্তিযুদ্ধা সংসদের সাবেক কমান্ডার আঃ হক,অধ্যক্ষ ফজলুল হক প্রমুখ।
পরে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের পুরষ্কার প্রদান করা হয়। মসজিদ মন্দিরে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।
এ ছাড়া ইসলামিক ফাউণ্ডেশন গোয়াইনঘাট দিবসটি উপলক্ষে পৃথক আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করে।
সকাল ১১টায় মডেল মসজিদে অনুষ্ঠানে মডেল কেয়ারটেকার মাওঃ সালেহ আহমদের সভাপতিত্বে শুরুতেই পবিত্র কোরআন তেলাওয়াত করেন হাফেজ মাওঃ আব্দুস সবুর। প্রধান অতিথির বক্তব্য রাখেন সহকারী কমিশনার ভূমি তানভীর হোসেন। বিশেষ অতিথির বক্তব্যে রাখেন কৃষিবিদ রায়হান পারভেজ রণী,ওসি তদন্ত মেহেদী হাসান, মডেল মসজিদের ইমাম মাওঃ আঃখালিক, শিক্ষদের মধ্যে বক্তব্য রাখেন মাওঃরফিকুল ইসলাম, আনোয়ার হোসেন, ছিফতউল্ল্যাহ প্রমুখ। পরে মিলাদ মাহফিল শেষে মোনাজাত করেন সাধারণ কেয়ারটেকার মাওঃ ফরিদ উদ্দিন কয়েস।