মিশিগানে মহান মাতৃভাষা দিবস উদযাপন - Shimanterahban24
March 29, 2023

Shimanterahban24

Online News Paper

মিশিগানে মহান মাতৃভাষা দিবস উদযাপন

1 min read

শফিক রহমান (ভয়েস অব মিশিগান ইউএসএ) :: যথাযোগ্য মর্যাদায় মিশিগানে মহান আন্তজার্তিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে হ্যামট্রামিক সিটির উদ্যোগে সিটি চত্ত্বরে অস্থায়ী শহীদ মিনারে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে রাত ১২:০১ মিনিটে পুষ্পস্তবক অর্পন করে হ্যামট্রামিক সিটি বাংলাদেশ এসোসিয়েশন অব মিশিগান বাংলা প্রেসক্লাব অব মিশিগান ইউএসএ, জালালাবাদ সোসাইটি অব মিশিগান বাংলাদেশী আমেরিকান BAPAK. মিশিগান স্টেইট আওয়ামীলীগ, মিশিগান স্টেইট যুবলীগ, ছাত্রলীগ, বঙ্গবন্ধু পরিষদ মিশিগান গোলাপগঞ্জ সমিতি মিশিগান, বাংলা প্রেসক্লাব মিশিগান, সিলেট সদর দক্ষিণ সুরমা এসোসিয়েশন অব মিশিগান।

মিশিগানে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শহিদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানাচ্ছেন বাঙ্গালী বাংলা ভাষাবাসীরা।

বাংলা প্রেসক্লাব অব মিশিগান ইউএসএ-এর অন্যতম সদস্য সাংবাদিক ফারজানা চৌধুরী পাপড়ির উপস্থাপনায় এতে বক্তব্য রাখেন হ্যামট্রামিক সিটির কাউন্সিলম্যান মোহিত মাহমুদ, নাঈম চৌধুরী ও সাবেক কাউন্সিলম্যান আবু আহমদ মুছা।

বক্তারা বলেন, ছালাম, রফিক, বরকত, জব্বারসহ ১৯৫২ সালে রাষ্ট্র ভাষার দাবীতে যারা আত্মত্যাগ করেছেন অর্থাৎ শাহাদাত বরণ করেছেন, আমরা তাঁদের বিদেহী আত্মার শান্তি কামনা করি। তাঁদের আত্মত্যাগে অর্জিত এই বাংলা ভাষা মাতৃভাষা পেয়েছি। স্বাচ্ছন্দ্যে মনের ভাব প্রকাশ করছি। তাঁরা সবসময় বাংলা ভাষাবাসীর মাঝে অমর হয়ে থাকবেন।

সেই সাথে কাউন্সিলর মোহিত মাহমুদ
সকলের প্রাণবন্ত উপস্থিতিতে অনুষ্ঠান সফল ও সুন্দর হয়েছে জেনে উপস্থিত বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক নেতৃবৃন্দসহ সবাইকে ধন্যবাদ জানান।
ও আগামীতে স্হায়ী শহীদ মিনার স্থাপনের কাজ প্রক্রিয়াধীন আছে বলেও জানান।

এতে মিশিগানের বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক অঙ্গনসহ বিভিন্ন পেশার মানুষ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright © All rights reserved. | Newsphere by AF themes.