আয়াছ মিয়া বহির্বিশ্বে বাঙালির সম্মান ও মর্যাদাকে আলোকিত করেছেন: শফিকুর রহমান চৌধুরী - Shimanterahban24
March 29, 2023

Shimanterahban24

Online News Paper

আয়াছ মিয়া বহির্বিশ্বে বাঙালির সম্মান ও মর্যাদাকে আলোকিত করেছেন: শফিকুর রহমান চৌধুরী

1 min read
বাংলাদেশ জাতীয় সংসদের সাবেক সদস্য, বিশিষ্ট রাজনীতিবিদ শফিকুর রহমান চৌধুরী বলেছেন, মো. আয়াছ মিয়া কেবল সিলেটের কৃতিসন্তান নন। তিনি পুরো বাংলাদেশের গর্ব। তাঁর কর্মময় জীবন সবার জন্য অনুপ্রেরণা। তিনি বহির্বিশ্বে বাঙালির সম্মান ও মর্যাদাকে উচ্চকিত করেছেন। ব্যক্তিগত ও পেশাগত জীবন ছাপিয়ে সমাজসেবায় তিনি যে অবদান রাখছেন, তা ইতিহাস মূল্যায়ন করবে। তাঁর জীবন ও কর্মশীর্ষক স্মারক সেই পথকে উন্মোচিত করেছে।
মোড়ক উন্মোচন বাস্তবায়ন কমিটির উদ্যোগে গত মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) যুক্তরাজ্যের টাওয়ার হ্যামলেট্স-এর সাবেক স্পিকার ও একাধিকবারের নির্বাচিত কাউন্সিলর মো. আয়াছ মিয়ার জীবন ও কর্মশীষক স্মারকগ্রন্থের প্রকাশনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিশ্বনাথ ডিগ্রি কলেজের সাবেক প্রিন্সিপাল অধ্যক্ষ্য সিরাজুল ইসলাম সাহেবের সভাপতিত্বে ও বিশিষ্ট আবৃত্তিকার কবি মাওলানা মীম সুফিয়ানের পরিচালনায় শুরুতে স্বাগত বক্তব্য রাখেন স্বারকগ্রন্থের ব্যবস্থাপনা সম্পাদক মাওলানা মীম সালমান।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন; বাংলাদেশ জাতীয় সংসদের সাবেক সদস্য, বিশিষ্ট রাজনীতিবিদ শফিকুর রহমান চৌধুরী। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষাবিদ ও কবি অধ্যক্ষ কালাম আজাদ এবং সংবর্ধিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন মো. আয়াছ মিয়া।
এছাড়াও বক্তব্য রাখেন; বিশ্বনাথ ডিগ্রি কলেজের সাবেক প্রিন্সিপাল এনামুল হক, দেমাশাদ হাইস্কুলের চেয়ারম্যান আলহাজ্ব শামছু মিয়া লয়লুস, প্রাইম ব্যাংকের ভাইস চেয়ারম্যান বিশিষ্ট ব্যাংকার তাজ উদ্দিন আহমদ, লন্ডন বাংলা প্রেস ক্লাবের সহ সভাপতি সাংবাদিক রহমত আলী, ওয়ান পাউন্ড হসপিটালের চেয়ারম্যান ডা: শানুর আলী মামুন, এটিএন বাংলা সিলেট বিভাগীয় প্রধান শফিকুল ইসলাম, সিলেট লেখক ফোরামের  সভাপতি নাজমুল ইসলাম মকবুল, বিশ্বনাথ প্রেসক্লাবের সভাপতি তজমুল আলী রাজু, সাধারণ সম্পাদক এমদাদুল হক মিলন,  বিশ্বনাথ সমিতি সিলেটের সভাপতি শাহ মতছির আলী, বিশিষ্ট রাজনীতিবিদ আসাদুর রহমান, দেওকলস ইউনিয়নের চেয়ারম্যান খায়রুল আমিন আজাদ, দশঘর ইউনিয়নের চেয়ারম্যান এমাদ উদ্দিন খান, শেকড়সন্ধানী লেখক আবু সুফিয়ান চৌধুরী প্রমুখ।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, প্রেসক্লাব (একাংশ) সভাপতি জাহাঙ্গীর আলম খয়ের, বিশিষ্ট সাংবাদিক প্রনজ্জয় বৈদ্য, ডাচ বাংলা ব্যাংকের ম্যানেজার সঞ্জীব সিনহা, ইউসিবিএল ম্যানেজার, আহমেদুল রশিদ চৌধুরী, বিশিষ্ট রাজনীতিবিদ লাভলু লস্কর, দারুল আজহার মডেল মাদরাসার প্রিন্সিপাল মঞ্জুরে মাওলা, জকিগঞ্জ এসোসিয়েশন ইউকের সেক্রেটারি আবুল হোসেন, ভাইস-চেয়ারম্যান আব্দুল হালিম,
শিল্পপতি নেছার আলী লিলু, সিলেট সদর এসোসিয়েশন ইউকের ভাইস-চেয়ারম্যান নুরুল ইসলাম বাবুল, আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশনের সিলেট জেলা সভাপতি শামসীর হারুনুর রশিদ, ভাইস প্রেসিডেন্ট নাজিফুল হক,  সাংবাদিক মীম সালমান, তরুণ সংগঠক জুনেদ আহমদ চৌধুরী, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল মালিক, মতিন মিয়া, আব্দুস সালাম চৌধুরী আখতার, আব্দুর রহমান, আব্দুল হামিদ শিকদার, আব্দুর রহিম শিকদার, এডভোকেট আনসার আহমদ, টিপু আহমদ, জিয়াউর রহমান জিয়া, আব্দুল হক, সৈয়দুল হক, মাওলানা মইনুল ইসলাম প্রমূখ।
অনুষ্ঠানের শেষে বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় সংগীত পরিবেশন করেন আন্তর্জাতিক নাশিদশিল্পী গাজী আনাস রওশন, ডা. জহির অচিনপুরী, কণ্ঠশিল্পী এইচএম আমানুল্লাহ, মুশাহিদ আল বাহার, মাহফুজুর রহমান মারুফ এবং হ্যাভেন টিউন নাশিদ ব্যান্ডের শিল্পীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright © All rights reserved. | Newsphere by AF themes.