ওমান কেন্দ্রীয় জমিয়তের আমেলার সভা অনুষ্ঠিত
1 min read
১৬ই ফেব্রুয়ারি ২৩ ঈসায়ী রোজ বৃহস্পতিবার বাদ এশা জমিয়তে উলামায়ে ইসলাম ওমান কেন্দ্রীয় আমেলার (কার্যনির্বাহী কমিটির) মাসকাটস্থ কেন্দ্রীয় অস্থায়ী কার্যালয়ে কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল হালীম সাতবাঁকীর পরিচালনায় কেন্দ্রীয় সভাপতি মাওলানা রশীদ আহমদ সাহেবের সভাপতিত্বে, হাফিজ আব্দুল কুদ্দুস র কালামুল্লাহর তিলাওয়াতের মাধ্যমে শুরু করে মাওলানা মতিউর রহমান সাদী সাহেবের দোয়ার মাধ্যমে সমাপ্তি হয়।
সভায় জমিয়তে উলামায়ে ওমান র আগামী দিনের কার্যক্রম সম্পাদনে বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। এতে উপস্থিত ছিলেন – জমিয়তে উলামায়ে ইসলাম ওমান কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মাওলানা আরশাদ আহমদ, সহ-সভাপতি মাওলানা হোসাইন আহমদ, সহ-সভাপতি মাওলানা আশিকুল ইসলাম উমেদনগরী, যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা হাফিজুর রাহমান হবিগন্জ অর্থ সম্পাদক – জনাব শামিল ইসলাম, সহপ্রচার সম্পাদক ক্বারী ইকবাল হোসেন, হাফিজ বশির আহমেদ প্রমুখ।