বাংলাদেশ বেতার সিলেট কেন্দ্রের চুক্তিভিক্তিক কর্মচারীরদের মানববন্ধন
1 min read
চাকুরী স্থায়ীকরণের দাবীতে বাংলাদেশ বেতার,সিলেট কেন্দ্রের চুক্তিভিত্তিক শিল্পী,কলাকুশলী ও কর্মচারীরা মানববন্ধন করেছে।
বৃহস্পতিবার (১৬ ফেব্রæয়ারী) বিকেলে সিলেট কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গনে মানব বন্ধনে অংশ গ্রহণ করে তারা। তাদের সাথে সম্পৃর্ক্ত হয়, সম্মিলিত সাংস্কৃতিক জোট, সম্মিলিত নাট্য পরিষদ এর সংস্কৃতিকর্মীরা। এছাড়াও এ আন্দোলনের সাথে সহমত পোষন করেন বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ এবং প্রিন্ট ও ইলেকট্্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
এ সময় মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, বাংলাদেশ বেতারে সিলেট কেন্দ্রের চুক্তিভিত্তিক শিল্পী ও কলা কুশলী ও কর্মচারীর সংখ্যা ৫০ জন। পুরো মাসব্যাপী কাজ করলেও সম্মানী দেওয়া হয় সব্বোর্চ্চ ১০/১২/১৪ কিংবা ১৮ দিবসের চুক্তিতে।
এছাড়া কোনো ধরনের ভাতা বা উৎসব বোনাস ওভারটাইমের সম্মানী পাওয়া যায় না এমনকি পাওয়া যায় না মাতৃত্ব ও পিতৃত্বকালীন ছুটি। এখানে এধরনের কাজের সাথে সম্পৃক্ত
সর্বোচ্চ চল্লিশ বছর ধরে চুক্তিভিত্তিক কর্মরত রয়েছেন এমন কর্মচারীও রয়েছেন।
বেতারের উর্দ্বতন কর্তৃপক্ষের নিকট দাবী অনতিবিলম্বে এসব চুক্তিভিত্তিক শিল্পী কলা কুশলী ও কর্মচারীদের সরকারী রাজস্ব খাতের সাথে সম্পৃর্ক্ত করে চাকুরী আত্তীকরণ বা স্থায়ীকরণ করা।