ত্রিশালের সাবেক এমপি রেজা আলী আর নেই
1 min readময়মনসিংহ-৭ ত্রিশাল আসনের সাবেক জাতীয় সংসদ সদস্য অ্যাডভোকেট রেজা আলী (৮৩) সোমবার (১৩ ফেব্রুয়ারি) সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

তিনি বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা পরিষদের সাবেক সদস্য, ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য ও ত্রিশাল উপজেলা আওয়ামী লীগের সাবেক আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
মরহুমের প্রথম জানাজার নামাজ আগামী বুধবার (১৫ ফেব্রুয়ারি) বাদ জোহর রাজধানীর গুলশান আজাদ মসজিদে, দ্বিতীয় জানাজা একই দিন বাদ আসর বসুন্ধরা আবাসিক এলাকা কেন্দ্রীয় মসজিদে, ব্লক-ডি, রোড-৪ (মুফতি আবদুর রহমান রোড), তৃতীয় জানাজা আগামী ১৬ ফেব্রুয়ারি বৃহস্পতিবার বাদ জোহর ত্রিশালের সরকারি নজরুল একাডেমি মাঠে এবং চতুর্থ জানাজা একই দিন বাদ আসর ত্রিশালের ধানীখোলা রেমি ফার্মসে সম্পন্নের পর পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে বলে নিশ্চিত করেছেন ত্রিশাল উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট জিয়াউল হক।